Chile Koi Bolo Lyrics by Ishan Mitra :
Unexpected Story Bangla Natok Cast : Afran Nisho And Mehazabien Chowdhury.
Song : Chile Koi Bolo
Drama Name : Unexpected Story
Singer : Ishan Mitra
Composition and Arrangements : Amit- Ishan
Lyrics : Asif Iqbal
Story & Direction : Mahmudur Rahman Hime
D.O.P : Shafiqul Alam Shanat
Edit : Towfiqul Islam
Produced By : Habibur Rahman
Label : Gaanchill Music
Chile Koi Bolo Song Lyrics In Bengali :
ছিলে কোই বলো
কোই এলে আজ,
এই বুঝি নিয়তির কারুকাজ।
তুমি আমি দুজনেই পালিয়ে
ভাবনার সীমা কে ও ছাড়িয়ে,
একসাথে এতো কাছে আছি তাই
স্বপ্নে বারে বারে ভেসে যাই ..
দুজনার মাঝে রাখা দেয়ালে
ভালোবাসা লিখে রাখা খেয়ালে,
এভাবে আগে কেন দেখিনি
এতো ভালো আগে কেন বাসিনি।।
আলো ছায়া জুড়ে থাকে আকাশে
সবুজের গন্ধ বাতাসে,
ভালোলাগে তবু মন ভরে না
ভালোবাসা আমাকে যে ছাড়েনা।
একসাথে এতো কাছে আছি তাই
স্বপ্নে বারে বারে ভেসে যাই ..
দুজনার মাঝে রাখা দেয়ালে
ভালোবাসা লিখে রাখা খেয়ালে,
এভাবে আগে কেন দেখিনি
এতো ভালো আগে কেন বাসিনি।।
তুমি আমি মুখোমুখি তাকিয়ে
কোথা যেন আমি যাই হারিয়ে,
কি করে থাকো শুধু জড়িয়ে
আমাকে অনুভবে ভাসিয়ে।
একসাথে এতো কাছে আছি তাই
স্বপ্নে বারে বারে ভেসে যাই ..
দুজনার মাঝে রাখা দেয়ালে
ভালোবাসা লিখে রাখা খেয়ালে,
এভাবে আগে কেন দেখিনি
এতো ভালো আগে কেন বাসিনি।।
ছিলে কোই বলো লিরিক্স – ঈশান মিত্র :
Chile koi bolo
Koi ele aaj
Ei bujhi niyotir karukaaj
Tumi ami dujonei paliye
Vabnar sima ke o chariye
Eksathe eto kache achi tai
SHopne bare bare vese jai
Dujonar majhe rakha deyale
Valobasha likhe rakha kheyale
Evabe agey keno dekhini
Eto valo agey keno basini
ছিলে কোই বলো গানটি গেয়েছেন ঈশান মিত্র। গানটি হলো আনএক্সপেক্টেড স্টোরি বাংলা নাটকের গান। গানটির সুর দিয়েছেন অমিত-ঈশান। ছিলে কোই বলো গানের লিরিক্স লিখেছেন আসিফ ইকবাল।
Afran Nisho,
Ishan Mitra,
Mehazabien