Chandni Raite Nirojone Lyrics (চাঁদনী রাইতে নিরজনে) Babu | Shaon

0
130


চাঁদনী রাইতে নিরজনে

আইসো সখা সংগোপনে,

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে, 

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে। 

কী যে কথা আমার সনে

আইমু সখী নিরজনে,

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে,

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে।।

কত কথার বীজ বুনেছি 

মনের জমিতে,

কত স্বপন যায় গো বইয়া

বুকের নদীতে। 

আইমু সখী হইবো দেখা 

আকুল নয়ন ভরিতে,

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে, 

দুইজনাতে কইমু কথা 

চাঁদের হাসিতে।। 

বাপ-মায়ের আদর সোহাগ

হইয়া গেছে লীন,

পাড়া-পড়শীর জ্বালায় এখন 

জ্বলছি নিশিদিন। 

তোমার সঙ্গে কইমু কথা 

দুঃখের জ্বালা জুড়াইতে,

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে। 

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে।। 

আকাশেতে ডাকলে মেঘা 

মনটা কেমন করে,

বিরহী মোর অন্তর তখন 

তোমায় খুঁজে মরে। 

তোমায় যদি না পাই সখী 

যাইমু কিন্তু মরিতে,

দুইজনাতে কইমু কথা 

চাঁদের হাসিতে, 

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে।। 

কিগো খানাপিনা কই?

পালাগাইয়ের দুধের ছানা 

চালুন ভাজা খই,

আরও আছে শিকায় তোলা 

গামছাপাতা দই। 

ধীরে ধীরে খাইবা সখা 

কথার ফোঁড়ন কাটিতে,

ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে, 

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে।

কী যে কথা আমার সনে

আইমু সখী নিরজনে,

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে, 

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে।

চাঁদনী রাইতে নিরজনে

আইসো সখা সংগোপনে,

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে, 

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে। 

কী যে কথা আমার সনে

আইমু সখী নিরজনে,

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে। 

ফুলেরও বিছানায় দিমু 

তোমায় বসিতে, 

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে, 

দুইজনাতে কইমু কথা 

চান্দের হাসিতে।। ​

চাঁদনী রাইতে নিরজনে লিরিক্স – ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন :

Chandni raate nirojone

Aiso sokha songopone

Fulero bichanay dimu tomay bosite

Ki je kotha amar sone

Aimu sokhi nirojone

Duijonate koimu sokha chander hasite

Read Also:  Dorja Bondho Lyrics | দরজা বন্ধ | Athhoi Film Song

Koto kothar beej bunechi moner jomite

Koto shopon jaay go boiya buker nodite