Byartho Shohorer Gaan Lyrics by Paloma Majumder :
Song : Byartho Shohorer Gaan
Singer : Paloma Majumder
Lyrics : Aritra Sengupta
Composed by: Adil Rashid
Label : M.A.D (Mad About Drama)
Byartho Shohorer Gaan Song Lyrics In Bengali :
জানি তুই চলে যাবি
জানি ভুলে যাওয়া সহজ,
জানি করবে না বারন
বোবা এই শহর।
তবু তুই ভালো থাকিস
রেখে অন্য ঠোঁটে ঠোঁট,
আমিও সময় মতো
হয়ে যাবো নিখোঁজ ..
জানি তবু আমি ভালো আছি
জানি বিচ্ছেদ-ই নিয়ম,
জানি খুঁজবে না কারন
অস্থির এই শহর,
তবু যদি পিছু ডাকিস
ডাকে অতীতের চোরা স্রোত,
আমিও নির্লজ্জতায়
আবার হবো তোর।
কোলকাতা বেঁচে থাকে বুকের ভেতর
যেন প্রথম প্রেমের মতো ব্যার্থ,
এই শহর..
কোলকাতা বেঁচে আছে রূপকথা হয়ে
সব রূপকথাই আসলে সম্মোহন .. হো..
কোলকাতা বেঁচে থাকে বুকের ভেতর
যেন প্রথম প্রেমের মতো ব্যার্থ
এই শহর ..
কোলকাতা বেঁচে থাকে রূপকথা হয়ে
সব রূপকথাই আসলে সম্মোহন …
জানি তুই চলে যাবি
জানি ভুলে যাওয়া সহজ।।
ব্যার্থ শহরের গান লিরিক্স – পালোমা মজুমদার :
Jaani tui choley jabi
jani bhule jaowa sohoj
Jani korbe na baron
boba ei shohor
Tobu tui bhalo thakish
Rekhe onno thotey thot
Amio somoy moto
Hoye jabo nikhoj
Jani tobu ami bhalo achi
jaani bicchedi niyom
Jani khujbe na karon
osthir ei sohor
Tobu jodi pichu dakish,
daake otit er chora srot
Amio nirlojjotaay
Abar hobo tor
Kolkata beche thake buker bhetor
Jeno prothom prem er moto byartho
ei sohor
Kolkata bechey thakey rupkotha hoye
ব্যার্থ শহরের গান গেয়েছেন পালোমা মজুমদার। গানটির সুর দিয়েছেন আদিল রাশিদ। ব্যার্থ শহরের গানের লিরিক্সটি লিখেছেন অরিত্র সেনগুপ্ত।
Paloma Majumder