Brishty Song Lyrics (বৃষ্টি) Avi Kimble | Shubho Shuvendu

0
20


Brishty Lyrics by Avi Kimble and Shubho Shuvendu

Brishty Song Lyrics by Avi Kimble and Shubho Shuvendu :

Brishty Song Lyrics bengali song is sung by Avi Kimble and Shubho Shuvendu. Brishti Shuni Murchonari Dhwani Song Tune by Salman, Avi Kimble and Shubho Shuvendu. Music composed by and rainy day special bengali song Brishty Lyrics in bengali written by Avi Kimble.

Song : Brishty
Singer : Avi Kimble and Shubho Shuvendu
Composer and Lyricist : Avi Kimble
Guitar Compose : Shubho Shuvendu
Other instruments and Sound : Bibek
Edit and Color : Rakib
Visual Director : Lucy Tripti Gomes
Label : Agniveena

Brishty Song Video :

Brishty Song Lyrics In Bengali :

বৃষ্টি শুনি মুর্ছনারই ধ্বনি
আকাশটা অভিমানী তাই,
বৃষ্টি হয়ে ঝরতে চাই
চলো বৃষ্টি হয়ে যাই।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি ঝরে বরষা বাতাস জুড়ে,
মিশেছে বরষা মাটি তাই
বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

বৃষ্টি দেখি সে এতো সুন্দর একি
তুমিও তাই দেখো নাকি?
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়।

বৃষ্টি দেখি সে এতো সুন্দর একি
তুমিও তাই দেখো নাকি?
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি শুনি মুর্ছনারই ধ্বনি,
আকাশ টা অভিমানী তাই
বৃষ্টি বৃষ্টি শব্দ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি ঝরে বরষা বাতাস জুড়ে,
মিশেছে বরষা মাটি তাই
বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

বৃষ্টি দেখি সে এতো সুন্দর একি
তুমিও তাই দেখো নাকি?
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি শুনি সুরেরও প্রতিধ্বনি,
আকাশটা অভিমানী তাই
বৃষ্টি বৃষ্টি শব্দ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি ঝরে বরষা বাতাস জুড়ে
মিশেছে বরষা মাটি তাই,
বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই
একটু বৃষ্টি হতে চাই,
মনে মনে দেখি কারে আমি একি।

বৃষ্টি লিরিক্স – অভি কিম্বলে ও শুভ শুভেন্দু :

Brishti shuni murchonari dhwoni
Akshta obhimani tai
Brishti hoye jhore jai
Cholo brishti hoye jai

Mone mone dekhi kare ami eki
Brishti jhore borsha batas jure
Misheche borsha mati tai
Brishti brishti gondho pai
Ektu brishti hote chai

Brishti dekhi se eto sundor eki
Tumio tai dekho naki
Ami brishti hoye jai brishti ami hoye jaay

Mone mone dekhi kare ami eki
Brishti shuni murchonari dhwoni
Akshta obhimani tai
Brishti brishti shobdo pai
Ektu brishti hote chai

Brishti dekhi se eto sundor eki
Tumio tai dekho naki
Ami bristi hoye jai bristi ami hoye jay

FAQs for Brishty

Who is the singer of Brishty?

Brishty song is sung by Avi Kimble and Shubho Shuvendu.

Who is the music director of Brishty?

The song Brishty is composed by Avi Kimble.

Who is the lyricist of Brishty?

Avi Kimble has written the song “Brishty”.

When was Brishty song released?

Brishty is a bengali song released in 2019, Nov 10 from G Series Music YouTube channel.