https://www.youtube.com/watch?v=za62jmg1m4k
Brishtir Opekkha Lyrics by Nazim Uddin Zahed :
Brishtir Opekkha Song Is Sung by Nazim Uddin Zahed. Music Arrangement, Tune And Song Lyrics In Bengali Written by Zahed.
Song : Bristir Opekkha
Lyric, tune & music arrangement : Zahed
Bass : Labib
Drums and mix : Sarbojit sen
Mix and Master : Syed Arif Al Haque
Cinematography : Bakhtiar Hossain
Video edit : Zahed & Bakhtiar Hossain
Brishtir Opekkha Song Lyrics In Bengali :
কখনো কি তুমি
নির্ঘুম রাত জেগে একা,
প্রিয় সুরে কান পাতো
শোনো নিজের না বলা কথা ?
আকাশটা স্থির থাকে
কবে আসবে তুমি, দেখবে তাকে
আমিও চেয়ে আছি
বুঝি বৃষ্টির অপেক্ষায়।
অভিমান যত মুছে ফেলো
চেয়ে দেখো জানলাটায়,
ভেজা গায় আমি দাঁড়িয়ে
একা এই ফাঁকা রাস্তায়।
ভুল গুলো সব যাচ্ছে ধুয়ে
এই রাতের বৃষ্টিতে,
ফুল হাতে তাই দাঁড়িয়ে
শুধু দেখতে তোমাকে।
হারিয়ে যাওয়া এই দিন গুলো
বলো আসবেকি আর ফিরে ?
বল কাঁদবে কি তুমি
আবার আমায় দেখে ?
জানি ভুলবেনা, দূরে থাকবে না
তুমি আমার শুধুই ..
কখনো কি তুমি
নির্ঘুম রাত জেগে একা,
প্রিয় সুরে কান পাতো
শোনো নিজের না বলা কথা ?
এখনো কি লুকাবে
তোমার ওই হাসিটা,
যা থমকে দেয় হৃদস্পন্দন আমার।
আকাশটা স্থির থাকে
কবে আসবে তুমি, দেখবে তাকে
আমিও চেয়ে আছি
বুঝি বৃষ্টির অপেক্ষায়।
অভিমান যত মুছে ফেলো
চেয়ে দেখো জানলাটায়,
ভেজা গায় আমি দাঁড়িয়ে
একা এই ফাঁকা রাস্তায়।
ভুল গুলো সব যাচ্ছে ধুয়ে
এই রাতের বৃষ্টিতে,
ফুল হাতে তাই দাঁড়িয়ে
শুধু দেখতে তোমাকে।
বৃষ্টির অপেক্ষা লিরিক্স :
Kokhono ki tumi
Nirghum raat jege eka
Priyo sure kaan pato
Shono nijer na bola kotha
Akashta sthir thake
Kobe ashbe tumi dekhbe taake
Amio cheye achi
Bujhi brishtir opekkhay
Obhiman joto muche felo
Cheye dekho janlatay
Veja gaaye ami dariye
Eka ei faka rastay
Bhul gulo sob jacche dhuye
Ei raater brishtite
Phool haate tai dariye
Shudhu dekhte tomake
Bengali Lyrics,
Nazim Uddin Zahed