Brishti Jodi Ar Na Thame Aj Lyrics by Habib Wahid And Nancy :
Brishti Jodi Ar Na Thame Aj Rainy Day Special Bengali Song Is Sung by Habib Wahid And Nancy. Song Lyrics In bengali Written by Ebriad Hasan, Catherine Alo Mardi, Sufian Khan, Sahadat Hossain, Mukul Roy And Jahid Hasan Rakib.
Song : Brishti Jodi Ar Na Thame Aj
Singer : Habib & Nancy
Tune & Music : Habib Wahid
Lyrics : Ebriad Hasan, Catherine Alo Mardi,
Sufian Khan, Sahadat Hossain, Mukul Roy And
Jahid Hasan Rakib
Brishti Jodi Ar Na Thame Aj Song Lyrics In Bengali :
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।
তোমাতে ডুবে থাকে এলোমেলো মন
খুব কাছে পেতে চায় যখন তখন,
রিমঝিম সুর তুলে আকাশ বেয়ে
এই বুকে নেমে এসো বৃষ্টি হয়ে।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।।
শূন্যমরুর বুকে ঝেঁপে আসে মেঘ
তোমাকে পেয়ে তা ঝরে নেমে শেষ,
একটু দেখা যদি দিতে আবার
ফিরে তবে পেত মেঘ হৃদয়-আমার।
অনুভবে ফোটে ফুল, জানিনা কারণ
তোমাকেই পেতে চায় শোনেনা বারণ,
জমে থাকা সব কথা, বলে দেবে মন
কান পেতে শোনো বলে অঝোর শ্রাবন।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।।
রংধুনু চোখ গুলো আকাশ পানে
মেঘেদের যদি কিছু বলার থাকে,
খেয়ালি মন যেন তোমায় ভেবে
রঙিন স্বপ্নের জাল বুনে।
সুখ সুখ লাগে আজ, তুমি পাশে
বারণ হয়ে যদি প্লাবন আসে,
দূরে যেতে দেবো না, হৃদয় থেকে
ভালবাসা ছুঁয়ে দেবো তোমার ঠোঁটে।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।।
বৃষ্টি যদি আর না থামে আজ লিরিক্স – হাবিব ওয়াহিদ ও ন্যান্সি :
Bristi Jodi Ar Na Thame Aaj
Alto choway Vangabo je laaj
Kalo meghe dhekeche Akash
Shono e hriye Tomar Bosobas
Tomate dube thake elomelo mon
Khub kache pete chaay jokhon Tokhon
RimJhim sur tule akash beye
Ei buke neme Esho brishti hoye
Brishti Jodi Ar Na Thame Aaj
Alto choway Bhangabo je laaj
Shunno moruru buke jhepe ashe megh
Tomake Peye taa Jhore neme Shesh
Ektu dekha jodi dite abar
Phire tobe peto Megh Hridoy amar
Anubhobe Fotey phul janina karon
TOmakei pete Chay shonena Baron
Jome thaka shob kotha Bole Debe mon
Kaan Pete shono bole ojhor shrabon