Boshonto Bohilo Sokhi Lyrics (বসন্ত বহিলো সখি) Mekhla Dasgupta

0
228


বসন্ত বহিলো সখি..

বসন্ত বহিলো সখি

কোকিলা ডাকিলো রে,

বসন্ত বহিলো সখি

কোকিলা ডাকিলো রে,

এমন সময় প্রিয় সখা 

বিদেশে রহিল রে,

এমন সময় প্রিয় সখা 

বিদেশে রহিল রে। 

বাঁশেরও বাঁশরী সখী 

সরল কাঠের বাঁশি রে,

বাঁশেরও বাঁশরী সখী 

সরল কাঠের বাঁশি রে,

বিনা ফুকে বাজে বাঁশি 

বলে রাধা রাধা রে,

বিনা ফুকে বাজে বাঁশি 

বলে রাধা রাধা রে। 

ভাদর মাসে কাঁশি ফুটে 

আর ঝিঙ্গা ফুল রে,

ভাদর মাসে কাঁশি ফুটে 

আর ঝিঙ্গা ফুল রে,

আইলো রে করমা পরব 

কার সঙে লাচিব রে,

আইলো রে করমা পরব 

কার সঙে লাচিব রে,

কার সঙে লাচিব সখী 

শাড়ি শাঁখা নাই রে,

আইলো রে করমা পরব 

কার সঙে লাচিব রে ?

অশ্বিন মাসে দুগ্গা পূজা 

সবাই বিন্ধে নতুন ঘর,

অশ্বিন মাসে দুগ্গা পূজা 

সবাই বিন্ধে নতুন ঘর,

এমন সময় প্রিয় সখা 

বিদেশে রহিল গো,

এমন সময় প্রিয় সখা 

বিদেশে রহিল গো। 

পুষ মাসে পুষ পরব

নতুন খাতে হবে গো,

পুষ মাসে পুষ পরব

নতুন খাতে হবে গো,

ফাগুন মাসে চিমড় ফুল 

বাতাসেতে উড়ে গো,

ফাগুন মাসে চিমড় ফুল 

বাতাসেতে উড়ে গো। 

কার সঙ্গে নাচিব বলো 

বন্ধু আমার নাই রে,

কার সঙ্গে নাচিব বলো 

বন্ধু আমার নাই রে,

কত পরব ভাইড়াইং গেল 

কার সঙ্গে নাচিব রে,

কত পরব ভাইড়াইং গেল 

কার সঙ্গে নাচিব রে ?

বসন্ত বহিলো সখি

কোকিলা ডাকিল রে,

বসন্ত বহিল সখি

কোকিলা ডাকিলো রে,

এমন সময় প্রিয় সখা 

বিদেশে রহিল রে,

এমন সময় প্রিয় সখা 

বিদেশে রহিল রে .. 

বসন্ত বহিলো সখি লিরিক্স – মেখলা দাশগুপ্ত :

Bosonto bohilo sokhi

Kokila dakilo re

Emon somoy priyo sokha

Bideshe rohilo re

Banshero banshori sokhi

Sorol kather banshi re

Read Also:  Corporate Prem Lyrics (কর্পোরেট প্রেম) Nachiketa Chakraborty

Bina fuke baaje banshi

Bole radha radha re

Bhador mase kashi fute

Aar jhinga phul re

Ailo re korma porob

Kar songge lachibo re

Kar songe lachibo sokha

shari sakha nai re

বসন্ত ঋতু মানেই গান এবং গান। বসন্তেরই গান “বসন্ত বহিলো সখি” ঝুমুর গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত।