কি জাদু করেছো তুমি আমারে
মন জুড়ায়না না দেখিলে তোমারে,
আশায় থাকি বন্ধু তুমি কোন দূরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
নদীর পানিতে ডুইবা থাকি
বন্ধুরে পরাণ দিয়া ডাকি,
যাও নদী আমার ছোঁয়া পানি
দিয়ো বন্ধুর অন্তরে।
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।
বন্ধু বিনে বর্ষা ছাড়াই
ভাসি কষ্টের বানে,
পরাণ ছোঁয়া বাতাস দিলাম
ছুঁয়ো বন্ধুর পরাণে।
বুকের বেদন এমন বুকে পাইতাম ওরে
বুকের বেদন এমন বুকে পাইতাম ওরে,
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।
বন্ধু আমার সুখের ভাবনা, বুকের শান্তি
এক নজর দেখলে ফুরায় সব ক্লান্তি,
বন্ধু আমার একফালি চাঁদ ভাঙ্গা কুঁড়েঘরে
বন্ধু আমার একফালি চাঁদ ভাঙ্গা কুঁড়েঘরে,
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
কি জাদু করেছো তুমি আমারে
মন জুরায়না না দেখিলে তোমারে,
আশায় থাকি বন্ধু তুমি কোন দূরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
কি জাদু করেছো তুমি আমারে
মন জুড়ায়না না দেখিলে তোমারে,
আশায় থাকি বন্ধু তুমি কোন দূরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
নদীর পানিতে ডুইবা থাকি
বন্ধুরে পরাণ দিয়া ডাকি,
যাও নদী আমার ছোঁয়া পানি
দিয়ো বন্ধুর অন্তরে।
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে,
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।
Bondhu Tumi Kon Dure Lyrics In English :
Ki jadu korecho tumi amare
Mon juraiya na dekhile tomare
Ashay thaki bandhu tumi kon dure
Khuje berai tomay moner bondore
Nadir panite duiba thaki
Bondhure poran diya daki
Jao nodi amar chowa pani
Diyo bondhur antore
khuje berai tomay moner bandare
Bondhu bine borsha charai
Bhasi koster baane
Poran chowa batas dilam
Chuyo bondhur porane
Buker bedon emon buke paitam ore
Khuje berai tomay moner bandore
Bondhu amar sukher vabona buker shanti
Ek nojor dekhle furay sob klanti
Bondhu amar ekfali chand vanga kureghore
Khuje berai tomay moner bondore
বন্ধু তুমি কোন দূরে গানটি গেয়েছেন সেমজ ভাই। গানটির সুর দিয়েছেন অঙ্কুর মাহমুদ। বন্ধু তুমি কোন দূরে গানের লিরিক্স লিখেছেন দেওয়ান লালন আহমেদ বাপ্পী।