Bondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন) Putul Sarkar Bengali Song

0
141


বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। 

প্রানটা যে বান্ধাইছো তুমি

আড় নয়নের বানে,

তোমায় ছাড়া পাগল পারা

মন থাকে না মনে। 

প্রানটা যে বান্ধাইছো তুমি

আড় নয়নের বানে,

তোমায় ছাড়া পাগল পারা

মন থাকে না মনে। 

যৌবনেরও সুখ, এ বুকে লুকাইছো

যৌবনেরও সুখ এ বুকে লুকাইছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।। 

যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন

পরের দোয়াই আসে আমার

অঙ্গেতে ফাগুন। 

যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন

পরের দোয়াই আসে আমার

অঙ্গেতে ফাগুন।

ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো

ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,

বন্ধু কালাচান কি মায়া লাগাইছো

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।। 

তোমায় আমি ভুলিবো না

ওরে সোনার চান,

প্রান খুলিয়া তোমার শনে

গাইবো আমি গান। 

তোমায় আমি ভুলিবো না

ওরে সোনার চান,

প্রান খুলিয়া গাইবো আমি 

তোমার শনে গান। 

মসিউরের যৌবন উতালা কইরাছো

মসিউরের যৌবন উতালা কইরাছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো

পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।। 

বন্ধু কালাচাঁন লিরিক্স – পুতুল সরকার :

Bondhu kalachan ki maya lagaicho

Piriti shikhaiya Amay pagol banaicho

Praanta je bandhaicho tumi

Aar noyoner baane

Tomay chara pagol para

Mon thake na mone

Read Also:  Dorja Bondho Lyrics | দরজা বন্ধ | Athhoi Film Song

Joubonero sukh e buke lukaicho

Piriti sikhaiya Amay pagol banaicho

Joubone lagaicho amay ei dehe aagun

Porer doyay ashe amar ongete fagun

Valobashar taane ei monta bhulaicho

Tomay ami bhulibona ore sonar chan

Praan khuliya tomar shone gaibo ami gaan

Moshiur er joubon utola koiracho

Bandhu kalachan ki maya lagaicho