অন্ধকারে বসে থাকি আকাশ মেঘে ঢাকা
চাঁদের আলো হারিয়ে গেছে আমি এখন একা।
অন্ধকারে বসে থাকি আকাশ মেঘে ঢাকা
চাঁদের আলো হারিয়ে গেছে আমি এখন একা,
ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি
ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি মনমানুষের মুখ
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ,
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ।।
আমি যখন একা থাকি নিঃঝুম অন্ধকারে
হাতবাড়িয়ে ডাকে বন্ধু কাছে আসে না রে,
আমি যখন একা থাকি নিঃঝুম অন্ধকারে
হাতবাড়িয়ে ডাকে বন্ধু কাছে আসে না রে,
ও সে আলো ছায়ায় খেলা করে
ও সে আলো ছায়ায় খেলা করে
ব্যথায় ভরায় বুক,
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ,
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ।।
এখন সন্ধ্যা নামে আমার ঘরে
আলোর প্রদীপ নেই,
হারিয়ে খুঁজি অজানা সুখ অন্ধকার ঘরে,
এখন সন্ধ্যা নামে আমার ঘরে
আলোর প্রদীপ নেই,
হারিয়ে খুঁজি অজানা সুখ অন্ধকার ঘরে,
তাকে পাবোনা আর এই জীবনে
তাকে পাবোনা আর এই জীবনে
ভাবলে ভাঙ্গে বুক,
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ,
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ।।
অন্ধকারে বসে থাকি আকাশ মেঘে ঢাকা
চাঁদের আলো হারিয়ে গেছে আমি এখন একা,
ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি
ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি মনমানুষের মুখ
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ,
বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে
নিয়ে সকল সুখ,
নিয়ে সকল সুখ রে নিয়ে সকল সুখ।।
বন্ধু আমার হারিয়ে গেছে লিরিক্স – সাদমান পাপ্পু :
Ondhokare bose thaki akash meghe dhaka
Chander aalo hariye geche ami ekhon eka
Oi chander majhe khuje firi
monmanusher mukh
Bondhu amar hariye geche niye sokol sukh re
Niye sakal sukh
Bandhu amar hariye geche niye sokol sukh