Boloto Arshi Lyrics (বলো তো আরশি) Nirmala Mishra Song

0
79


বলো তো আরশি তুমি মুখটি দেখে

বলো তো আরশি তুমি মুখটি দেখে,

যদিও কাজল আমি পরিনি

যদিও কবরী আজ বাঁধিনি,

তবু বলো তো রূপসী কে তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বলো তো আরশি তুমি মুখটি দেখে। 

আমি নই বিম্ববতী রাজার ঘরে

হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,

আমি নই বিম্ববতী রাজার ঘরে

হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,

কেতকী লজ্জা না পায় আমায় দেখে

কেতকী লজ্জা না পায় আমায় দেখে

তবু বলো বলো কে 

রূপসী তোমার চোখে ?

বলোতো আরশি তুমি মুখটি দেখে

বলোতো আরশি তুমি মুখটি দেখে।

দেখোনা আরশি তুমি দু’চোখ চেয়ে

ভুবনে রূপসী কে সবার চেয়ে ?

দেখোনা আরশি তুমি দু’চোখ চেয়ে

ভুবনে রূপসী কে সবার চেয়ে ?

দেখোনা আরশি তুমি দু’চোখ চেয়ে

আমি নই কলস হারা নদীর মতো

চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,

আমি নই কলস হারা নদীর মতো

চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,

কোকিলা মরেনা তো আমায় ডেকে

কোকিলা মরেনা তো আমায় ডেকে

তবু বলো বলো কে 

রূপসী তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বলো তো আরশি তুমি মুখটি দেখে,

যদিও কাজল আমি পরিনি

যদিও কবরী আজ বাঁধিনি,

তবু বল তো রূপসী কে তোমার চোখে?

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বল তো আরশি তুমি মুখটি দেখে। 

বলো তো আরশি তুমি মুখটি দেখে লিরিক্স – নির্মলা মিশ্র :



Read Also:  Jago Mohan Pritam Lyrics (জাগো মোহন প্রীতম) Anup Jalota