তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোরই।
বলে দে, আদরে ইশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়।।
চোখেরই বাঁধনে তুই
বাঁধলি আমায় বারোমাস,
অজানা কারণে তুই
বদলে দিলি চারিপাশ।
ও.. জানিনা কী করে তুই
বাহানা এমন সাজাস,
কেন যে চাইছি শুধু
কখনো চলে না যাস।
বলে দে, আদরে ঈশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়।।
তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোরই।
বলে দে, আদরে ইশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়।।
Bole De Lyrics In English :
Tui chara beshara e mon pherari
Ghonale raat janina haat
Kemon kore chari
Tui chara dishehara e mon anari
Tori neshay matoyara
Khuje hodis tori
Bole de adore isharay
Aay na kache aay
Moneri kinaray
Bole de jetuku bola jaay
Thoteri choway rodela danay
Chokheri bandhone tui
Bandhli amay baromash
Ojana karone tui
Bodle dili charipash
Janina ki kore tui
Bahana emon sajas
Keno je chaichi shudhu
Kokhono chole na jash
শ্রাবন্তী চ্যাটার্জী ও ওম সাহানি অভিনীত ভয় পেয়োনা বাংলা সিনেমার গান বলে দে গানটি গেয়েছেন রাজ বর্মন। গানটির সুর দিয়েছেন ডাব্বু। বলে দে গানের লিরিক্স লিখেছেন রিতম সেন।