কিছু ভুল কিছু অকারন
সারাক্ষন মনে কড়া নেড়ে যায়,
হারিয়ে যাওয়া সুখ সেই প্রিয় মুখ
আছে মিশে গল্পটায়।
চোখে জল তবুও যেন
ভাবছি খুব করে,
ভেঙে দাও এ দূরত্বটা,
চাইছি আবার তোমাকে ..
বহুদূর হেঁটে যাই, তোমাকে খুঁজে যাই
তবু মন আঁধারে কেন যে ডুবে যায়,
একাকী নীরবে তুমি হাত বাড়ালে
আমিও হারাবো তোমারি মায়ায়।
সময়ের ব্যবধানে
হারিয়ে গেছো হয়তো তুমি দূরে,
কতটা নিজেকে সামলে নিয়েছি
জানে শুধু মন জানে।
ওও.. চোখে জল তবু ও যেন
ভাবছি খুব করে,
ভেঙে দাও এ দূরত্বটা,
চাইছি আবার তোমাকে..
বহুদূর হেঁটে যাই, তোমাকে খুঁজে যাই
তবু মন আঁধারে কেন যে ডুবে যায়,
একাকী নীরবে তুমি হাত বাড়ালে
আমিও হারাবো তোমারই মায়ায়।
ভালোবাসার আহবানে
দিয়েছি হাত দুটো বাড়িয়ে,
কিছুটা পথ একা হয়ে
আছি দাঁড়িয়ে।
ওওও.. বেদনার মাঝে আছি ডুবে
পারিনা তোমায় ছুঁতে,
ফেলে আসা স্মৃতির গান
শুনেছি কান পেতে।
চোখে জল তবু ও যেন
ভাবছি খুব করে,
ভেঙ্গে দাও এ দূরত্বটা
চাইছি আবার তোমাকে ..
বহুদূর হেটে যাই, তোমাকে খুঁজে যাই
তবু মন আধারে কেন যে ডুবে যায়,
একাকী নীরবে তুমি হাত বাড়ালে
আমিও হারাবো তোমারি মায়ায়।
Bohudur Hetey Jai Lyrics In English :
Kichu bhul kichu okaron
Sarakkhon mone kora nere jaay
Hariye jaowa sukh sei priyo mukh
Ache mishe golpotay
Chokhe jol tobuo jeno
Vabchi khub kore
Venge dao e durotto ta
Chaichi abar tomake
Bohudur hete jai tomake khuje jai
Tobu mon andhare keno je dube jaay
Ekaki nirobe tumi haat barale
Amio harabo tomari mayay
Somoyer bebodhan e
Hariye gecho hoyto tumi dure
Kotota nijeke samle niyechi
Jaane shudhu mon jaane
Valobashar ahobane
Diyechi haat duto bariye
Kichuta poth eka hoye achi dariye
Bedonar majhe achi dube
Parina tomay chutey
Fele asha smritir gaan
Shunechi kaan pete
বহুদূর হেঁটে যাই গানটি গেয়েছেন তাহসিন আহমেদ। বহুদূর হেঁটে যাই তোমাকে খুঁজে যাই গানের লিরিক্স লিখেছেন আবদুর রহমান রাজীব।