বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর,
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর,
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
Boba Kosto Lyrics In English :
Bedonar nodite jol tahke
tol thake na
Duchokher shrabone dhol naame
Megh daake na
Amar chokher hrode ache shudhu jol
Boba kosto jhoray chokhe ashru obirol
Koster neel e chaowa hridoyer akash
Shira theke dhomonite jontronar abash
Moner manush kore geche mitthey premer chol
Boba kosto jhoray chokhe oshru abirol
Duchokhe bidrohi podma ontore sagor
Valobashar manush amar vengeche ontor
Cholonar daag chuye geche hridoyer atol
Boba kosto jhoray chokhe oshru abiral
বোবা কষ্ট গানটি গেয়েছেন সেমজ ভাই ও গানটির সুর দিয়েছেন অমিত কর। বোবা কষ্ট গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।