Biya Legeche Lyrics Written by Somraj Das And Bengali Wedding Song Is Sung by Rahul Dutta. Music Produced by Atishay Jain. Song Mixing and Mastering by Suraj Nag. This Wedding Video Song Directed by Syed Dipu. Special Thanks to Abhishek And Kisannita, Ayon And Mamata, Arijit And Megha, Suman And Dibya, Rahul Giri.
এলো এলো সুখের লগন, হলুদ বাঁটা দিই
কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই,
এলো এলো সুখের লগন, হলুদ বাঁটা দিই
কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই।
সিঁদুরের সোহাগ দিল, আবীরেরই রঙ
সাজিয়ে বরণডালা লাজে রাঙা মন।
সাত পাঁকে পড়বে বাঁধা, জল সইতে চল
সাত পাঁকে পড়বে বাঁধা, জল সইতে চল
খুশি, খুশি দুই মনেতে, ফুটলো বিয়ের ফুল রে।
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে,
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে।
হৃদয়ের গাঁটছড়া যে বাঁধা আছে এক সুতোতে
শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়,
যদিদং হৃদয় তব, মন বলেছে তোমার হবো
এক সুরে গান বাঁধবো এই ভরসায়।
হবে রে মালাবদল, চল রে ছুটে চল
হবে রে মালাবদল, চল রে ছুটে চল
প্রেম পেলো পরিণতি ফুটলো বিয়ের ফুল রে।
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে,
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে।
সিঁদুরের রঙ লেগেছে, বাজল সানাই, নূপুর বাজে
মনে মন মিললে তবেই শুভ পরিণয়,
রাঙা বউ মুখ ঢেকেছে, পান পাতাতে চোখের লাজে
আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়।
পেলো মন, চেয়েছে যাকে, চল রে ছুটে চল
পেলো মন, চেয়েছে যাকে, চল রে ছুটে চল
শুরু হলো নতুন জীবন, ফুটলো বিয়ের ফুল রে।
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে,
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে।
Biya Legeche Lyrics In English :
Elo elo sukher logon holud bata di
Konnar aalta paaye aalto chowa di
Sindurer sohag dilo abireri rong
Sajiye borondala laaje ranga mon
Saat paake porbe badha jol soite chol
Khushi khushi dui monete futlo biyer phul re
Legeche legeche re biya legeche
Ulu de shonkho baja biya legeche
Hridoyer gaatchara je bandha ache ek sutote
Shubho drishtitei hobe shubho porinoy
Jodidong hridoy tobo mon boleche tomar hobo
Ek sure gaan bandhbo ei bhoroshay
Hobe re mala bodol chol re chutey chol
Prem pelo porinoti futlo biyer phul re
Biya Legeche is sung by Nilayan Chatterjee.
Biya Legeche is written by Nilayan Chatterjee.