Bioscope Lyrics (বায়োস্কোপ) Dolchut | Sanjeeb Choudhury | Bappa Mazumder

0
131


Bioscope Lyrics by Dolchut :

Bioscope Song Is Sung by Sanjeeb Choudhury And Bappa Mazumder from Akash Churi Bengali Album. Tomar Barir Ronger Melay Dekhechilam Bioscope Lyrics In Bengali Written by Dolchut Band.

Song : Bioscope

Band Name : Dalchhut

Album : Akash Churi

Singer : Sanjeeb Chowdhury And Bappa Mazumder

Bioscope Song Lyrics In Bengali :

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়োস্কোপ,

বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না,

বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। 

ডাইনে তোমার চাচার বাড়ি 

বাঁয়ের দিকে পুকুরঘাট,

সেই ভাবনায় বয়স আমার বাড়ে না,

সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।। ​

অন্তরে থাক পদ্ম গোলাপ

গদ্যে পদ্যে আঁকছি মুখ,

ঘুরতেছিলাম রঙের মেলায়

অপূর্ব সেই তোমার চোখ, 

অমন পলক ফেলতে তো কেউ পারে না,

অমন পলক ফেলতে তো কেউ পারে না। 

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়োস্কোপ,

বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না,

বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।। 

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরত চাইনি কোনদিন,

মন কি তোমার হাতের নাটাই

তোমার কাছে আমার ঋণ,

মন হারালেও মনের মনের মানুষ হারে না,

মন হারালেও মনের মনের মানুষ হারে না। 

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়োস্কোপ,

বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা,

বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা। 

ডাইনে তোমার চাচার বাড়ি 

বাঁয়ের দিকে পুকুরঘাট,

সেই ভাবনায় বয়স আমার বাড়ে না,

সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।। ​

বায়োস্কোপ লিরিক্স – দলছুট ব্যান্ড :

Tomar barir ronger melay

Dekhechilam bioscope 

bioscope er neshay amay chaare na

Daine tomar chachar bari

Bayer dike pukurghat

Sei vabonay boyos amar baare na

Antore thak podmo golap

Goddey poddey ankchi mukh

Ghurtechilam ronger melay

Apurbo sei tomar chokh

Omon polok felte toh keu pare na

Bangla Band,
Bappa Mazumder,
Bengali Lyrics,
Sanjeeb Choudhury

Read Also:  Shona Bondhu Re Lyrics (সোনা বন্ধু রে) Pranjal Biswas