Binodini Rai Lyrics (বিনোদিনী রাই) Sabbir Nasir | Sampa Biswas

0
405


ওগো বিনেদিনী রাই

আমি, ভিটা-মাটি লেইখা দিমু

তোমায় যদি পাই,

ওগো, তোমার তরে জন্ম আমার

জানে মালিক সাঁই,

ওগো, তোমার তরে জন্ম আমার

জানে মালিক সাঁই।

ওগো, মনচোরা কানাই

রবি-শশী জানে আমি 

তোমায় শুধু চাই,

ওগো, তোমার তরে জন্ম আমার 

জানে মালিক সাঁই,

ওগো, তোমার তরে জন্ম আমার 

জানে মালিক সাঁই।

মনচোরা কানাই

রবি-শশী জানে আমি 

তোমায় শুধু চাই।। 

বাঁকা ভুরু কাজল কালো

যতো দেখি লাগে ভালো গো,

চোখে তোমার প্রেমের ছায়া

দিনে দিনে বাড়ে মায়া গো,

এগো, কতো মানুষ দুনিয়াতে

তোমার মতো নাই,

এগো, কতো মানুষ দুনিয়াতে

তোমার মতো নাই।

ওগো, মনচোরা কানাই

রবি-শশী জানে আমি 

তোমায় শুধু চাই,

ওগো বিনেদিনী রাই

আমি, ভিটা-মাটি লেইখা দিমু

তোমায় যদি পাই।।

ঠোঁটের কোনে মিষ্টি হাসি 

সে‌ই হাসিতে মন উদাসী গো, 

আলতারাঙা চরণতলে

থোকায়-থোকায় জোনাক জ্বলে গো,

এগো, তুমি যদি ভিন্ন বাসো

কোন্ কূলে দাঁড়াই,

এগো, তুমি যদি ভিন্ন বাসো

কোন্ কূলে দাঁড়াই। 

মনচোরা কানাই

রবি-শশী জানে আমি 

তোমায় শুধু চাই,

এগো, মনচোরা কানাই

রবি-শশী জানে আমি 

তোমায় শুধু চাই।

ওগো, তোমার তরে জন্ম আমার

জানে মালিক সাঁই,

ওগো, তোমার তরে জন্ম আমার

জানে মালিক সাঁই,

মনচোরা কানাই

রবি-শশী জানে আমি 

তোমায় শুধু চাই,

ওগো বিনেদিনী রাই

আমি, ভিটা-মাটি লেইখা দিমু

তোমায় যদি পাই।। 

বিনেদিনী রাই লিরিক্স – সাব্বির নাসির ও শম্পা বিশ্বাস :

Ogo binodini rai

Ami bhita mati leikha dimu

TOmay jodi pai

Ogo tomar amar jonmo amar

Jane malik sai

Ogo monchora kanai

Robi shoshi jane ami

Tomay shudhu chai

Banka bhuru kajol kalo

Joto dekhi laage bhalo go

Koto manush duniyate

Tomar moto nai

Thoter kone misti hasi

Sei hasite mon udashi go

Altaranga chorontole

Thokay thokay jonak jwale go

Tumi jodi bhinno baso

Kon kule darai