Binay Badal Dinesh Lyrics bengali patriotic song is sung by Rupam Islam from from 8/12 Binay Badal Dinesh bengali movie. Independence Day special bengali song music composed by Soumya Rit. Starring Kinjal, Remo, Arna, Saswata Chatterjee, Debraj Mukherjee, Anushka Chakraborty, Kharaj Mukherjee, Shankar Debnath, Gulshanara Khatun and many more. Binay Badal Dinesh Lyrics in bengali written by Soumya Rit. Programmed and designed by Rahul Sarkar. Mixing and mastering by Shomi Chatterjee. Recordists are Subhasis Pathak and Ankan Biswas from Rits Studio. This bengali historical drama film directed by Arun Roy and presented by Kan Singh Sodha and Publicity Design by Ekta Creative Tales.
Binay Badal Dinesh Song Information :
Song Name : Binay Badal Dinesh
Film : 8/12 Binay Badal Dinesh
Singer : Rupam Islam
Composer and Lyricist : Soumya Rit
Director : Arun Roy
DOP : Gopi Bhagat
Produced By : KSS Productions and Entertainment Pvt.Ltd
Binay Badal Dinesh Lyrics In Bengali :
দেশ, দেশ, দেশ,
স্বাধীন হবে এ দেশ,
দেশ, দেশ, দেশ,
স্বাধীন হবে এ দেশ।
নিয়েছিল ওরা অস্ত্র তুলে
নিজেদের সুখ-আল্লাদ ভুলে,
আমার গল্পে নায়কেরা
বিনয়, বাদল, দিনেশ,
স্বাধীন হবে এ দেশ।
মুক্তির কথা ভেবেছিল ওরা
রক্তে রাঙানো বসুন্ধরা,
বিপ্লবের অধিনায়কেরা
বিনয়, বাদল, দিনেশ,
দেশ, দেশ, দেশ
স্বাধীন হবে এ দেশ।
লাঞ্চিত যত লুন্ঠিত কত
ভীষণ শোষিত প্রাণ শত শত,
কিছুতেই আর নয় মাথা নত
অত্যাচারের পরাধীন ক্ষত,
শেষ, শেষ, শেষ,
স্বাধীন হবে এ দেশ।
লাঞ্চিত যত লুন্ঠিত কত
ভীষণ শোষিত প্রাণ শত শত,
কিছুতেই আর নয় মাথা নত
অত্যাচারের পরাধীন ক্ষত,
শেষ, শেষ, শেষ
স্বাধীন হবে এ দেশ,
বিনয়, বাদল, দিনেশ,
স্বাধীন হবে এ দেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ,
বিনয়, বাদল, দিনেশ
তোমাদেরকে কুর্নিশ,
বিনয়, বাদল, দিনেশ
মায়ের সাহসী ছেলে,
বিনয়, বাদল, দিনেশ।
বিনয় মরেছে সন্ত্রাসে
ওরা প্রলয় আনবে তিন কালো ঘোড়া,
নতুন সূর্য দেখবে এদেশ।
মুছতে এবার দেশের গ্লানি
বিদায় মাগো ফিরবেনা জানি,
দেশের জন্য এই বলিদান বেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ,
বিনয়, বাদল, দিনেশ
স্বাধীন হবে এ দেশ,
মুক্তির কথা ভেবেছিল ওরা
রক্তে রাঙানো বসুন্ধরা,
বিপ্লবের অধিনায়কেরা
বিনয়, বাদল, দিনেশ,
বিনয়, বাদল, দিনেশ,
স্বাধীন হবে এ দেশ।
Binay Badal Dinesh Song Video :
Binay Badal Dinesh Lyrics In English :
Desh desh desh
Swadhin hobe e deh
Niyechilo ora oshtro tule
Nijeder sukh allhad bhule
Amar golper nayokera
Binoy badol dinesh
Sadhin hobe e desh
Muktir kotha vebechilo ora
Rokte rangano basundhora
Biplober adhinayokera
Binay badal dinesh
Desh desh desh
Swadhin hobe e deh
Lanchito joto lunthito koto
Vishon shoshito praan shoto shoto
Kichutei aar noy matha noto
Attacharer poradhin khoto
Shesh shesh shesh
Swadhin hobe e deh
Ora maan phire pete daak diyechilo
Muktir adesh
Ora nijer deshe chayni karur anuprobesh
Binoy badol dinesh
Tomader ke kurnish
Binoy badol dinesh
Maayer sahosi chele
Binoy moreche sontrashe
Ora pralay anbe teen kalo ghora
Notun surjo dekhbe e desh
Muchte ebar desher glani
Biday maa go firbena jani
Desher jonno ei bolidan besh
অরুন রায় পরিচালিত ৮/১২ বিনয় বাদল দীনেশ বাংলা সিনেমার দেশাত্মবোধক গান বিনয় বাদল দিনেশ গানের লিরিক্স লিখেছেন ও সুর দিয়েছেন সৌম্য রিত এবং গানটি গেয়েছেন রূপম ইসলাম।