Bhubonomohini Bondi Tomare Lyrics by Raghab Chatterjee :
Bhubonomohini Bondi Tomare Durga Puja Song Is Sung by Raghab Chatterjee. Female Version Song Is Sung by Ankita Bhattacharya, Sayani Palit And Many Various Artists In Their Own Way. Music Composed by And Bhubanomohini Lyrics In Bengali Written by Acharya Sanjay Chakraborty.
Song : Bhubanomohini Bondi Tomare
Artist : Raghab Chatterjee
Lyricist : Acharya Sanjay Chakraborty
Label : Saregama India Ltd
Bhubonomohini Bondi Tomare Song Lyrics In Bengali :
ভুবনমোহিনী ..
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী,
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী।
তুমি মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
তুমি শক্তি, জ্ঞানদাত্রী
তুমি শক্তি, জ্ঞানদাত্রী
প্রেম আনন্দদায়িনী মা
প্রেম আনন্দদায়িনী ..
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী।
তুমি হৈমবতী, তুমি অহংনাশিনী
হৈমবতী, তুমি অহংনাশিনী,
জগৎ জনের রিপুদলনী
জগৎ জনের রিপুদলনী,
জগদ্ধাত্রী ত্রাণ কারিণী
জগদ্ধাত্রী ত্রাণ কারিণী,
তুমি আদিজননী মা
তুমি আদিজননী ..
ভুবনমোহিনী,
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী।
তুমি মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
তুমি শক্তি, জ্ঞানদাত্রী
তুমি শক্তি, জ্ঞানদাত্রী,
প্রেম-আনন্দদায়িনী
প্রেম-আনন্দদায়িনী ..
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী,
দুর্গে দুর্গতিহারিণী,
মা.. মা.. মা..
ভুবনমোহিনী বন্দি তোমারে লিরিক্স – রাঘব চট্টোপাধ্যায় :
Bhubanomohini Bondi Tomare
Durge durgotiharini
TUmi mohabiddya addyashokti
E bishwa tomari bibhuti
Tumi shokti gyandatri
Prem anondodaini maa
Tumi hoimoboti tumi ohongnashini
Jogot joner ripudoloni
Jogodhatri traan karini
Tumi adijononi maa
Bengali Lyrics,
Durga Puja Song,
Raghab Chatterjee