Bharatbarsha Surjer Ek Naam Lyrics (ভারতবর্ষ সূর্যের এক নাম) Patriotic Song

0
1590


Bharatbarsha Surjer Ek Naam Lyrics Bengali Patriotic Song Is Sung by Calcutta Youth Choir. Music Composed by Y S Moolky. 15th August Independence Day Special Bengali Song Bharatbarsha Surjer Ek Naam Song Lyrics Written by Shibdas Banerjee.

Bharatbarsha Surjer Ek Naam Song Details :

Song Name : Bharatbarso Surjer Ek Naam

Artist : Calcutta Youth Choir

Music Director : Y.S.Moolky

Lyricist : Shibdas Banerjee

Label : Saregama India Ltd

Bharatbarsha Surjer Ek Naam Lyrics In Bengali :

ভারতবর্ষ সূর্যের এক নাম

আমরা রয়েছি সেই সূর্যের দেশে,

লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম

গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। 

ভারতবর্ষ সূর্যের এক নাম ..

আমরা রয়েছি সেই সূর্যের দেশে,

লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম

গঙ্গা যমুনা ভাগিরথী যেথা মেশে,

ভারতবর্ষ সূর্যের এক নাম।। 

ভারতবর্ষ মানবতার এক নাম

মানুষের লাগি মানুষের ভালোবাসা,

প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান

যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। 

ভারতবর্ষ মানবতার এক নাম

মানুষের লাগি মানুষের ভালবাসা,

প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান

যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। 

সব তীর্থের আঁকা-বাঁকা পথ ঘুরে

প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে,

ভারতবর্ষ সূর্যের এক নাম।। 

ভারতবর্ষ সাম্যের এক নাম

অস্পৃশ্যতা হিংসা ও দ্বেষ ভুলে,

কন্ঠে সবার একতার জয়গান

ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে। 

ভারতবর্ষ সাম্যের এক নাম

অস্পৃশ্যতা হিংসা ও দ্বেষ ভুলে,

কন্ঠে সবার একতার জয়গান

ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে।

দেবতা এদেশে মানুষ হয়েছে জানি

মানুষকে দেখি গণ দেবতার বেশে ..

ভারতবর্ষ সূর্যের এক নাম

আমরা রয়েছি সেই সূর্যের দেশে,

লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম

গঙ্গা যমুনা ভাগীরথি যেথা মেশে। 

Bharatbarsha Surjer Ek Naam Lyrics In English :

Bharotborsho surjer ek naam

Amra royechi sei surjer deshe

Lila chonchol somudre obiram

Ganga yamuna bhagirathi jetha meshe

Bharatbarsha manobotar ek naam

Manusher laagi manusher valobasha

Premer joware e bharat bhashoman

Juge juge tai biswer jaowa asha

Sob tirther aka baka poth ghure

Premer tirtho bharat tirthey meshe

Bharatborsho surjer ek naam

Bharatbarsha sammyer ek naam

Osprishota hingsha o dwesh bhule

Konthey sobar ekotar joyogaan

Bhedabhed bhule bokkhey niyeche tule

Debota e deshe manush hoyechi jani

Manush ke dekhi gono debotar beshe

Bharatbarso surjer ek naam

Amra royechi sei surjer deshe

১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দেশাত্মবোধক বাংলা গান ভারতবর্ষ সূর্যের এক নাম গানের লিরিক্স লিখেছেন শিবদাস ব্যানার্জী। 

Patriotic Song