Bhalobeshe Phelechi Tomaye Lyrics bengali song is sung by Rupam Islam from Babli bengali movie. Starring Abir Chatterjee, Subhashree Ganguly and Sauraseni Maitra. Music composed and design by Indraadip Dasgupta. Mixing and mastering by Subhadeep Mitra from Bbay studios Mumbai and Track produced by John paul. Bhalobeshe Phelechi Tomay Lyrics In Bengali Written by Saikat kundu and Indraadip Dasgupta. Rupam Islam’s voice recorded by Pom. Babli bengali film directed by Raj Chakrabarty and written by Late Shri Buddhadeb Guha. Back vocal design by Diptarko and music assist by Debayan bannerjee. Shoot mix and track pre mix by Subhadeep pan.
Bhalobeshe Phelechi Tomaye Song Information :
Song : Bhalobeshe Phelechi Tomaye
Film : Babli
Singer : Rupam islam
Lyricist : Saikat kundu and Indraadip Dasgupta
Music : Indraadip Dasgupta
Guitars : John paul
Director : Raj Chakrabarty
Label : Raj Chakraborty Entertainment
Bhalobeshe Phelechi Tomaye Lyrics In Bengali :
এই, ভাঙা ভাঙা মন আর, পাহাড়িয়া পথ
এই, রোদের আদর আর, মেঘের শপথ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
সরে সরে যায়, সবকিছু আজ
চোখের পাতায় ভাসে, স্মৃতির কোলাজ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
ও ও ও ও ..
আমি, চাইছি তোমার কাছাকাছি যেতে
যেমন মাটিও আকাশ চায়,
সারারাত তুমি, ঝরেছো এ বুকে
বৃষ্টির মতো পূর্ণতায়,
বৃষ্টির-মতো পূর্ণতায়।
বৃষ্টির দাগ মুছে যায় ভোরে
তখন আকাশ অনেক দূর,
রাতের কাহিনি বুকে নিয়ে বাজে
নতুন গল্প নতুন সুর।
হো ও ও ..
এই যে কিছুটা কাছাকাছি আসা
এই যে কিছুটা মনে তে মন,
একেও সময় ভেঙ্গে দেবে জানি
ঢেউ ভেঙ্গে যেতে কতক্ষণ,
ঢেউ ভেঙ্গে যেতে কতক্ষণ ও..
ও ও ও ও..
এই, ভাঙ্গা ভাঙ্গা মন আর, পাহাড়িয়া পথ
রোদের আদর আর, মেঘের শপথ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
সরে সরে যায়, সবকিছু আজ
চোখের পাতায় ভাসে, স্মৃতির কোলাজ।
বলছি আমি, বলছি শোনো
ভালোবেসে ফেলেছি তোমায়।
Bhalobeshe Phelechi Tomaye Song Video :
Bhalobeshe Phelechi Tomaye Lyrics In English :
Ei bhanga bhanga mon aar pahariya poth
Ei roder ador aar megher shopoth
Bolchi aami bolchi shono
Bhalobeshe felechi tomay
Sore sore jaay sobkichu aaj
Chokher patay bhase smritir kolaj
Bolchi aami bolchi shono
Valobeshe felechi tomay
Ami chaichi tomar kachakachi jete
Jemon mati o akash chaay
Sararaat tumi jhorecho e buke
Brishtir moto purnotay
Brishtir daag muche jaay rooj
Tokhon akash onek dur
Raater kahini buke niye baaje
Notun golpo notun sur
Ei je kichuta kachakachi asha
Ei je kichuta mone toh mon
Eke o somoy venge debe jaani
Dheu venge jete kotokkhon
Bolchi aami bolchi shono
Bhalobese phelechi tomay
Sore sore jaay sobkichu aaj
Chokher patay vase smritir kolaj
বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’-র গল্প অবলম্বনে, রাজ্ চক্রবর্তী পরিচালিত এবং আবির চ্যাটার্জী, শুভশ্রী গাঙ্গুলী ও সৌরসেনী মৈত্র অভিনীত বাবলি বাংলা সিনেমার গান ভালোবেসে ফেলেছি তোমায় গানের লিরিক্স লিখেছেন সৈকত কুন্ডু ও ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গানটি গেয়েছেন রূপম ইসলাম। ভালোবেসে ফেলেছি তোমায় গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।