Bhalobashi Tomay Lyrics (ভালোবাসি তোমায়) Lagnajita | Ranajoy

0
117


ভালোবাসি তোমায়

অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে। 

বেঁধেছি ঘর হৃদয়ের পর

গাঢ় সবুজ ওই গহীন বনে মোর,

শুধু তুমি আর আমি

আমরা দু’জন রবো সেথায় কাল কালান্তর। 

রবে না দেহ, রবে শুধু মন

রবে ভালোবাসা অনন্ত জীবন। 

যেমন আছি তেমনই রবো

অন্তহীন শ্রোত-ধারার মতো। 

ভালোবাসি তোমায়

অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে

ভালোবাসি তোমায়, ভালোবাসি।। 

কখনো নাইবো ঝর্ণা ঝরায়

বাইবো মোরা পাহাড় ঘেঁষা 

শীতল নদী ধারায়। 

কোমর বিছা নুপুর পায়ে 

সিঁদুর রঙা শাড়ি পরে,

চলবে তুমি ঘন সবুজ 

আঁকাবাঁকা পাহাড় ধরে,

নয়ন মেলে দূর থেকে আমি

শুধু দেখবো তোমায় হৃদয় ভরে। 

ভালোবাসি তোমায়, 

ভালোবাসি।। 

উড়বো মোরা নীল আকাশে

হাতে হাত ধরে,

কখনো ভাসবো সাদা মেঘ ভেলায়

দু’জনে দুজনার হয়ে। 

চলে গেলে সবাই মিলে যায়

তারার মিছিলে,

আমরা বেড়াবো চাঁদের আলোয়

জানা অজানার মাঝে। 

সূর্য হয়ে আলো দেবো তোমায়

চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়,

মায়ার বাঁধনে বেঁধেছি মন

ভালোবাসা দিয়ে যাবো তোমায় 

সারাটা জীবন। 

ভালোবাসি তোমায়

অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে,

ভালোবাসি তোমায়, ভালোবাসি।। 

ভালোবাসি তোমায় লিরিক্স – লগ্নজিতা চক্রবর্তী, রনজয় :

Bhalobashi Tomay

Ontore ontore sarata hridoy jure

Bedhechi ghor hridoyer por

Garo sobuj oi goheen bone mor

Shudhu tumi aar ami

Amra dujon robo sethay kaal kalantor

Robe na deho robe shudhu mon

Robe valobasha ononto jibon

Jemon achi temoni robo

Ontoheen shrot dharar moto

Valobashi Tomay

Antore antore sarata hridoy jure



Read Also:  Corporate Prem Lyrics (কর্পোরেট প্রেম) Nachiketa Chakraborty