Bhalobashi Na Lyrics (ভালোবাসি না) Miraz | Eemce Mihad

0
81


Bhalobashi Na Lyrics by Miraz And Eemce Mihad :

Bhalobashi Na Song Is Sung by Shahnewaz Chowdhury Miraz. Music Composed by Eemce Mihad. Bhalobashi Na Lyrics Written by Miraz And Eemce Mihad.

Song : Bhalobashi Na

Singer : Shahnewaz Chowdhury Miraz

Lyrics & Tune : Eemce Mihad & Miraz

Music Composer : Eemce Mihad

Lyrical Video &Thumbnail : Abdul Kader Tuhin

Bhalobashi Na Song Lyrics In Bengali :

তুমি আমার একটাই তুমি 

কেন বুঝলে না,

মনের কথা মনেতে রয়

কেন শুনলে না।

এখন আমি তোমায় নিয়ে 

স্বপ্ন দেখি না,

মিছে মায়ায় নিজেকে আর 

আটকে রাখি না,

যন্ত্রণা তো খুঁজে বেড়াই 

মিথ্যে শান্তনা। 

ভালোবাসি না, ভালোবাসি না

ভালোবাসি না তোমায়,

ভালোবাসি না, ভালোবাসি না

বেঁধে রাখিনা আমায়।। 

যদি তুমি আমার হতে 

বুঝতে এই আমায়,

কতটা রাত করেছি পার

তোমারই আশায়।

চাপা কান্না বুকে নিয়ে 

আজো হেসে যায়,

ভালো থাকার অভিনয়ে 

নিজেকে পোড়ায়,

তোমার ভালো থাকার মাঝে 

সুখ খুঁজে যায়।

ভালোবাসি না, ভালোবাসি না

ভালোবাসি না তোমায়,

ভালোবাসি না, ভালোবাসি না

বেঁধে রাখিনা আমায়।। 

ভালোবাসি না লিরিক্স – শাহনেওয়াজ চৌধুরী মিরাজ ও এমসি মিহাদ :

Tumi amar ektai tumi

Keno bujhle na

Moner kotha monete roy

Keno shunle na

Ekhon ami tomay niye

Shopno dekhi na

Miche mayay nijeke aar

Aatke rakhi na

Jontrona toh khuje berai

Mitthe shantona

Valobashi na valobashi na

Valobashi na tomay

Eemce Mihad,
Shahnewaz Chowdhury Miraz