Bhalobashar Shorto Lyrics ভালোবাসার শর্ত Raghab Chatterjee

0
59


Bhalobashar Shorto Lyrics. This Bengali Song Composed by Nilanjan Nandi. Programming by Snehendu Chatterjee. Bhalobashar Shorto Lyrics Are Written by Nilanjan Nandi And Sung by Raghab Chatterjee. Mixing and Mastering by Sayan Das. Audio Recorded at Moonlite Recording Studio.

Bhalobashar Shorto Song Credits :

Song : Bhalobashar Shorto

Singer : Raghab Chatterjee

Lyrics And Composition : Nilanjan Nandi 

Keyboard Programming : Snehendu Chatterjee

Guitar : Aheeri

Backing Vocals : Anandi Aheeri

Mixed And Mastered : Sayan Das

Cinematography, Edit And Color : Soumyajit Karmakar 

Publicity Design by : Thinkbizz Marcom Pvt Ltd

ভালোবাসার ভালোলাগার 

শর্ত কি আছে কোনো?

ভালোবাসার ভালোলাগার 

শর্ত কি আছে কোনো?

বয়সটা হতে হবে কুড়ি পঁচিশ 

এমন নিয়ম নেই যেনো।

ভালোবাসার আবার বয়স কি 

পথ চলার আছে বাকি,

ষোলোয় যেমন, ষাটেও তেমন 

মন উদ্দাম উচ্ছল এক নদী। 

চল্লিশে চালশে 

পঞ্চাশে হৃদয়ের ব্যথা বলে দেয়, 

বয়সটা বাড়ছে অন্তরে স্বপ্নের 

সুতো পুড়ে যায়। 

তবু বুকের প্লাবনেই শরীরে কাঁপন 

কেনো আসে সহসা,

যখন তখন ঝড় তুফান তুলে 

দূর করে তমসা। 

ষোলোয় যেমন, ষাটেও তেমন 

মন উদ্দাম উচ্ছল এক নদী। 

হে ভালোবাসার ভালোলাগার 

শর্ত কি আছে কোনো?

বয়সটা হতে হবে কুড়ি পঁচিশ 

এমন নিয়ম নেই যেনো।

ভালোবাসার আবার বয়স কি 

পথ চলার আছে বাকি,

ষোলোয় যেমন, ষাটেও তেমন 

মন উদ্দাম উচ্ছল এক নদী। 

বয়স মানে দেশ কাল সীমানার 

গন্ডি তো নয়,

চাইলেই এক লাফে দেয়াল-টেয়েল সব 

পার হওয়া যায়। 

বয়সের সীমানা আসলে কিছুই নয় 

পলকা সুতো,

ছিঁড়লেই ছেঁড়া যায় 

চাই শুধু একটা আলগা ছুতো।

ষোলোয় যেমন, ষাটেও তেমন 

মন উদ্দাম উচ্ছল এক নদী। 

হে ভালোবাসার ভালোলাগার 

শর্ত কি আছে কোনো?

বয়সটা হতে হবে কুড়ি পঁচিশ 

এমন নিয়ম নেই যেনো।

ভালোবাসার আবার বয়স কি 

পথ চলার আছে বাকি,

ষোলোয় যেমন, ষাটেও তেমন 

মন উদ্দাম উচ্ছল এক নদী। 

ভালোবাসার শর্ত‘ গানটি গেয়েছেন রাঘব চ্যাটার্জী। গানটির সুর দিয়েছেন এবং ভালোবাসার শর্ত গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন নন্দী।

Bhalobashar Shorto Lyrics In English :

Bhalobashar bhalolagar

Shorto ki ache kono

Boosta hote hobe kuri pochis

Emon niyom nei jeno

Bhalobashar abar boyos ki

Poth cholar ache baki

Soloy jemon shateo temon

Mon udaam uchchal ek nodi

Chollishe chalshe

Ponchashe hridoyer betha bole dey

Boyosta barche ontore shopner

Suto pure jaay

Tobu buker plabonei shorire kapon

Keno ashe sohosa

Jokhon tokhon jhor tufan tule

Dur kore tomosa

Soloy jemon shateo temon

Mon udaam uchchal ek nodi

Boos maane desh kaal simanar

Gondi toh noy

Chailei ek lafe deyal teyal sob

Paar howa jaay

Boyoser simana ashole kichui noy

Polka suto

Chirlei chera jaay

Chai shudhu ekta aalga chuto

Soloy jemon shateo temon

Mon udaam uchchal ek nodi