Bhabini Kokhono Ebhabe Lyrics (ভাবিনি কখনো এভাবে) Imran Mahmudul

0
53


Bhabini Kokhono Ebhabe Lyrics by Imran Mahmudul :

Bhabini Kokhono Ebhabe Song Is Sung by Imran Mahmudul from Bidrohi Bengali Movie. Starring: Shakib Khan And Bubly. Music Composed by Akassh Sen And Vabini Kokhono Evabe Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay.

Song : Bhabini Kokhono Ebhabe

Movie Name :  Bidrohi

Singer : Imran Mahmudul

Music : Akassh Sen

Lyricist: Priyo Chattopadhyay

Director : Salim Khan

Production : Shapla Media

Media Partner : Cinebaz App

Bhabini Kokhono Ebhabe Song Lyrics In Bengali :

ভাবিনি কখনো এভাবে

মন আমার তোর পথেই হারাবে। 

ভাবিনি কখনো এভাবে

মন আমার তোর পথেই হারাবে,

ছিলি কল্পনাতে, ছিলি স্বপ্ন রাতে

আজ ছুঁয়েছি অনুভবে ..

ভাবিনি কখনো এভাবে

মন আমার তোর পথেই হারাবে।। 

তোকে ভেবে মনে নদী বয়ে যায়

আমি ভাসি, আমি ডুবি মোহনায়,

তোকে ভেবে মনে নদী বয়ে যায়

আমি ভাসি, আমি ডুবি মোহনায়।

হৃদয়ের কারবার

শুধু তোর আর আমার,

শুরু হলো যে দারুন ভাবে ..

ভাবিনি কখনো এভাবে

মন আমার তোর পথেই হারাবে।।

তোকে ভেবে জেগে থাকি জোছনায়

চাঁদ হাসে যেন তোরই ইশারায়,

তোকে ভেবে জেগে থাকি জোছনায়

চাঁদ হাসে যেন তোরই ইশারায়।

কাছে যাই যতবার

হয়ে যাই একাকার

আমি বাঁচবো না তোর অভাবে ..

ভাবিনি কখনো এভাবে

মন আমার তোর পথেই হারাবে,

ও ভাবিনি কখনো এভাবে

মন আমার তোর পথেই হারাবে।।

ভাবিনি কখনো এভাবে লিরিক্স – ইমরান মাহমুদুল :

Vabini kokhono ebhabe

Mon amar tor pothei harabe

Chilo kolponate chini shopno raate

Aaj chuyechi anubhobe

Bhabini kokhono evabe

Mon amar tor pothei harabe

Toke vebe mone nodi boye jaay

Ami bhasi ami dubi mohonay

Hridoyer karbar shudhu tor aar amar

Shuru holo je darun vabe

Bengali Lyrics,
Bubly,
Imran,
Shakib Khan