Mini Bengali Movie Cast : Ayanna Chatterjee And Mimi Chakraborty
Song : Beshure
Film Name : Mini
Singer : Somlata Acharyya Chowdhury
Music Director : Savvy
Lyrics : Ritam Sen
Director : Mainak Bhaumik
Programmed and arranged by : Rupak Tiary
Mixed and mastered by : Subhadeep Mitra
Produced by : M.K.Media Pvt Ltd & Small Taalk Ideas
Label : Saregama Bengali
Beshure Lyrics from Mini :
আলুকাবলি ইচ্ছে গুলো
লঙ্কা মাখলে লাগবে ভালো,
পাগলাঝোরা রূপকথারা
বন্ধু হয়ে হাত মেলালো,
মন গাইছে গাইছে বেসুরে
মন গাইছে গাইছে বেসুরে।
রঙমশালে ডাকটিকিটে
ডাক পাঠাবো তোর বাড়িতে,
মন গাইছে গাইছে বেসুরে
মন গাইছে গাইছে বেসুরে।
ছেলেমানুষী রোদে যাচ্ছে ভেসে
আমাদের সব দুষ্টুমি,
বন্ধু মিলে যায় সব বয়েসেই
জেনো তুমি।
মন গাইছে গাইছে বেসুরে,
মন গাইছে গাইছে বেসুরে ..
স্কুলপালানো খুনসুটিতে
চুল খুলেছে আলগা ফিতে,
কোল্ড-কফিতে গলছে ফেনা
তুই ছাড়াতো ভাল্লাগে না।
মন গাইছে গাইছে বেসুরে,
মন গাইছে গাইছে বেসুরে ..
বেসুরে লিরিক্স – সোমলতা আচার্য্য চৌধুরী :
Aalukabli icche gulo
Lonka makhle lagbe bhalo
Paglajhora rupkothara
Bondhu hoye haat melalo
Mon gaiche gaiche besure
Mon gaiche gaiche beshure
Rongmoshale daak ticket e
Daak pathabo tor barite
Chele manushi rode jacche bhese
Amader sob dustumi
Bondhu mile jaay sob boyosei
Jeno tumi
মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায় অভিনীত “মিনি” বাংলা সিনেমার গান ‘বেসুরে’ গানটি গেয়েছেন সোমলতা আচার্য্য চৌধুরী। গানটির সুর দিয়েছেন স্যাভি। মন গাইছে গাইছে বেসুরে গানের লিরিক্স লিখেছেন রিতম সেন।
Ayanna Chatterjee,
Mimi Chakraborty,
Ritam Sen,
Savvy,
Somlata Acharyya