আমার ঘড়িতে বাজে তোমার সময়
তোমার বিকেল ছাদে কে পাশে রয়,
কাছাকাছি দূরে ঝরা পাতা ফুল
তুমি আমার ভেবে আমি ব্যাকুল।
ভালো লেগে আছে জেগে
একা বোকা দিন,
কবে যে হবো একা হীন।
বেলা বয়ে যায়
তুমি খুঁজো কি আমায়?
কে যে তোমার আসে ভাবনায়,
বেলা বয়ে যায়
তুমি বোঝো কি আমায়?
ভালো তোমায় কে বেসে যায়,
ও.. কে বেসে যায়।।
আমার চোখের মাঝে আয়না হাসে
তোমার চোখ যেন বেড়াতে আসে,
হো..
মন খারাপের পাশে তুমি দাঁড়ানো
আমারই দিকে হাত দুটি বাড়ানো,
হো..
ভালো লেগে আছে জেগে
একা বোকা দিন,
কবে যে হবো একা হীন।
বেলা বয়ে যায়
তুমি খুঁজো কি আমায় ?
কে যে তোমার আসে ভাবনায়,
বেলা বয়ে যায়
তুমি বোঝো কি আমায়?
ভালো তোমায় কে বেসে যায়,
ও.. কে বেসে যায়।।
তোমার প্রেমের ভাষা যায়না পড়া,
তোমার মন সে কি পাথরে গড়া
হো..
দূর আকাশের পানে আছি তাকিয়ে
অভিমান নিয়ে ঠোঁট দুটি বাঁকিয়ে
হো..
ভালো লেগে আছে জেগে
একা বোকা দিন,
কবে যে হবো একা হীন।
বেলা বয়ে যায়
তুমি খুঁজো কি আমায় ?
কে যে তোমার আসে ভাবনায়,
বেলা বয়ে যায়
তুমি বোঝো কি আমায়?
ভালো তোমায় কে বেসে যায়,
ও.. কে বেসে যায়।।
বেলা বয়ে যায় লিরিক্স – সুস্মিতা আনিস :
Amar ghorite baaje tomar Somoy
Tomar bikel Chade ke pashe roy
Kachakachi Dure jhora pata ful
Tumi amar vebe ami byakul
Valo lege Ache jege eka boka din
Kobe je hobo eka heen
Bela boye jaay
Tumi khujo ki amay
Ke je tomar ashe Vabonay
Bela boye Jay
Tumi bojho ki amay
Valo tomay ke Bese jaay
Amar chokher majhe aayna hase
Tomar chokh Jeno berate ashe
Mon kharaper Pashe tumi darano
Amari dike haat duti barano
Tomar Premer bhasa Jaayna pora
Tomar mon se ki pathore gora
Dur akasher paane achi takiye
Obhiman niye thot duti bakiye