Batighor Lyrics – Rishi Panda (বাতিঘর)

0
36


Batighor Lyrics in bengali sung by Rishi Panda. A song about finding a goal through life’s adversities, Music composed by and Batighor song lyrics written by Rishi Panda.

Batighor Song Information

Song : Batighor
Singer : Rishi Panda
Composer and Lyricist : Rishi Panda

Batighor Lyrics In Bengali – Rishi Panda

আর কত দিন কতদূর যেতে হবে
পথ যাওয়ার শেষ হবে কবে বলো,
এই রাত একাকার অন্ধকার ছায়াপথে
আমি একা বড় একা খোঁজ হলো।

তুমি একলা আগুন জ্বালিয়ো
কোনো দূরের বাতিঘরে,
আমি ক্লান্ত চোখে
ঠিকানা তোমার খুঁজে নেব।

জেনো আমি পৌঁছব
যত ঝড় আসুক,
যত ঢেউ উঠুক এ পথে,
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
সে বাতিঘরে ..
ঘন কালো অন্ধকার
জঙ্গল পাহাড়,
সব পেরিয়ে শেষ রাতে
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
তোমার দুয়ারে।

আর কত দিন কতদূর যেতে হবে
পথ যাওয়ার শেষ হবে কবে বলো।

কবে সয়ে যাবে সব কেউ জানবে না
জীর্ণ শরীরটাকে বাঁধবে না,
ক্লান্ত চোখে যদি এসে যায় ঘুম
আমি উঠে পড়ি ধোঁয়া ঘেরা রাতে।

ছুঁড়ে ফেলে দিয়ে সব সান্তনা
মিথ্যে কথার সাথে জল্পনা,
জানি না কীসের উন্মাদনায়
যেন বেঁচে থাকা কোনো অজুহাতে।

তুমি একলা আগুন জ্বালিয়ো
কোনো দূরের বাতিঘরে,
আমি ক্লান্ত চোখে
ঠিকানা তোমার খুঁজে নেবো।

জেনো আমি পৌঁছব
যত ঝড় আসুক,
যত ঢেউ উঠুক এ পথে,
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
সে বাতিঘরে ..
ঘন কালো অন্ধকার
জঙ্গল পাহাড়,
সব পেরিয়ে শেষ রাতে,
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
তোমার দুয়ারে।

আর কত দিন কতদূর যেতে হবে
পথ যাওয়ার শেষ হবে কবে বলো।

“Batighor” Video



Batighor Lyrics In English

Aar koto din kotodur jete hobe
Poth jaowar shesh hobe kobe bolo
Ei raat ekakar ondhokar chayapothe
Ami eka boro eka khoj holo

Tumi ekla aagun jwaliyo
Kono durer batighore
Ami klanto chokhe
Thikana tomar khuje nebo

Jeno ami pouchobo
Joto jhor ashuk
Joto dheu uthuk e pothe
Ami pouchobo thik pouchobo
Se batighore
Ghono kalo ondhokar jongol pahar
Sob periye shesh raate
Ami pouchobo thik pouchobo
Se batighore

Kobe soye jabe sob keu janbe na
Jirno shorirtake bandhbe na
Klanto chokhe jodi eshe jaay ghum
Ami uthe pori dhowa ghera raate

Chure fele diye santona
Mitthey kothar sathe jolpona
Jani na kiser unmadonay
Jeno benche thaka kono ajuhaate

আমি পৌঁছব ঠিক পৌঁছব সে বাতিঘরে গানটি গেয়েছেন ঋষি পন্ডা। গানটির সুর দিয়েছেন এবং বাতিঘর গানের লিরিক্স লিখেছেন ঋষি পন্ডা।