Baba Howa Eto Soja Noy Lyrics by Anindya Chattyopadhyay :
Baba Baby O Bengali Movie Cast : Jisshu Sengupta, Solanki Roy, Bidipta Chakraborty, Gourab Chatterjee, Reshmi Sen, Rajat Ganguly, Mainak Chatterjee And Others.
Song : Baba Howa Eto Soja Noy
Film : Baba Baby O
Singer : Anindya Chattyopadhyay
Lyrics & Composition : Chamok Hasan
Chorus Singers : Rudrani, Avinandan,
Hemlata & Rudraneel
Arrangements & Design : Rudraneel Chowdhury
Directed by : Aritra Mukherjee
Written by : Zinia Sen
Produced by : Nandita Roy and Shiboprosad Mukherjee
Label : Windows Production
Baba Howa Eto Soja Noy Song Lyrics In Bengali :
ও ঘুমপাড়ানি মাসী,
হলে কি বনবাসী?
ও ঘুমপাড়ানি মাসী,
হলে কি বনবাসী?
দোহাই লাগে জাদুর চোখে
ঘুম দিয়ে যাও।
আমার পাগল পাগল লাগে
কে জানতো আগেভাগে?
হ্যাঁ পাগল পাগল লাগে
কে জানতো আগেভাগে?
আনন্দটা যেমন বড়
তেমনি ঝামেলাও!
দেখেও চাঁদের মুখ
আমার স্বর্গসুখ,
দেখেও চাঁদের মুখ
আমার স্বর্গসুখ,
সে স্বর্গ মাঝে এমন জ্বালা
কেমন করে রয়।
বাবা হওয়া এত সোজা নয়
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
আমি এই না ভাসি খুশির তোড়ে
এই না ভাসি কান্নায়,
এই না ভাসি খুশির তোড়ে
এই না ভাসি কান্নায়,
পরক্ষনেই যাই রে ভেসে
অন্যকিছুর বন্যায়।
ঘরে চলছে মহাযজ্ঞ
প্রত্যেকেই বিশেষজ্ঞ,
হ্যাঁ চলছে মহাযজ্ঞ
প্রত্যেকেই বিশেষজ্ঞ,
ওরে ধুন্ধুমার এ কান্ড দেখে
মনটা কেঁদে কয়।
বাবা হওয়া এত সোজা নয়
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
কত রং বেরঙের স্বপ্ন আমি
সাজাই মনের খামে,
রং বেরঙের স্বপ্ন আমি
সাজাই মনের খামে,
আদর করে ডাকি কত
বিচিত্র সব নামে।
অরে কোনটা যে ভাই ঠিক
আর কোনটা ভুলের দিক,
অরে কোনটা যে ভাই ঠিক
আর কোনটা ভুলের দিক,
সেই দ্বন্দে পড়ে বন্ধু আমার
মনটা কেঁদে কয়।
বাবা হওয়া এত সোজা নয়
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
বাবা হওয়া এত সোজা নয় লিরিক্স – অনিন্দ্য চট্টোপাধ্যায় :
O ghumparani masi
Hole ki bonobasi
Dohai laage jadur chokhe
Ghum diye jao
AMar pagol pagol laage
Ke janto agey bhage
Anondota jemon boro temni jhamelao
Dekheo chander mukh amar swargasukh
Se swarga majhe emon jwala
Kemon kore roy
Baba Hoa Eto Soja Noy
Jemonta mone hoy
Jemonta loke koy
Nare eto soja noy
বাবা হওয়া এত সোজা নয় গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি হলো বাবা বেবি ও বাংলা সিনেমার গান। গানটির সুর দিয়েছেন এবং গানের লিরিক্স লিখেছেন চমক হাসান।