Home Bengali Lyrics Aylo Sokhi Jol Khelai Lyrics (জল খেলাই) Ankon Iasmen

Aylo Sokhi Jol Khelai Lyrics (জল খেলাই) Ankon Iasmen

0
Aylo Sokhi Jol Khelai Lyrics (জল খেলাই) Ankon Iasmen

[ad_1]

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে,

দেখো প্রাণবন্ধু বইসা আছে গো

দেখো প্রাণবন্ধু বইসা আছে

মনমাঝিরও রূপেতে, যমুনার ঘাটে।

আয় লো সখী জল খেলাই যমুনার ঘাটে

আয়লো সখী জল খেলাই যমুনার ঘাটে।।

মনপবনের পাল তুইলাছি সুখের স্বপন দিয়া

বুকের নদী উজান ছোটে ভাঙে যেন হিয়া,

মনপবনের পাল তুইলাছি সুখের স্বপন দিয়া

বুকের নদী উজান ছোটে ভাঙ্গে যেন হিয়া,

উড়ালপঙ্খী মন যে আমার কেমন করে বাঁধি

মন উচাটন যখন তখন আমি উদাসিনী,

ওরে সুজন আমার ভেদ বোঝে না, সুজন আমার

ওরে সুজন আমার ভেদ বোঝে না

যায় শুধু ডাকিয়া রে, যমুনার ঘাটে।

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে।।

ফুলের মালা গেঁথে যখন পরাই তারই গলে

রসিকচোরা রঙে ডুবায় ছলাকলার জালে,

ফুলের মালা গেঁথে যখন পরাই তারই গলে

রসিকচোরা রঙে ডুবায় ছলাকলার জালে,

দুঃখে তখন বুক ফাইট্যা যায় অঙ্গ বুঝি পোড়ে

কি সুখে লো স্বপন সাজাই এমন হিয়ার ডোরে,

ওরে সুজন আমার ভেদ বোঝে না, সুজন আমার

ওরে সুজন আমার ভেদ বোঝে না

যায় শুধু ডাকিয়া রে, যমুনার ঘাটে।

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে,

দেখো প্রাণবন্ধু বইসা আছে গো

দেখো প্রাণবন্ধু বইসা আছে

মনমাঝিরও রূপেতে, যমুনার ঘাটে।

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে

আয় লো সখী জল খেলায় যমুনার ঘাটে।।

আয় লো সখী জল খেলায় লিরিক্স – অংকন ইয়াসমিন :

Aay lo sokhi jol khelay jomunar ghate

Dekho praano bondhu boisha ache 

Monmajhiro rupete jomunar ghate

Ailo shokhi jol khelay jomunar ghate

Monpoboner paal tuilachi sukher shopon diya

Buker nodi ujan chotey vange jeno hiya

Uralponkhi mon je amar kemon kore bandhi

Mon uchaton jokhon tokhon ami udashini

Ore sujon amar ved bojhena

Jaay shudhu dakiya re jamunar ghate

Phuler mala gethe jokhon porai taari gole

Rosikchora ronge dubay cholakolar jaale

Dukkhe tokhon buk faitya jaay 

onggo bujhi porey

Ki sukhe lo shopon sajai emon hiyar dorey

Ailo sokhi jol khelai jomunar ghate



[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here