Ashbe Amar Din Lyrics bengali song is sung by Rehaan Rasul from Toofan bengali movie. Starring Shakib Khan, Masuma Rahman Nabila and many more. Song written by Robiul Islam Jibon and music arranged, programming and composed by Arafat Mohsin. Toofan bengali film directed by Raihan Rafi.
Ashbe Amar Din Song Details :
Song Name : Ashbe Amar Din
Film : Toofan
Singer : Rehaan Rasul
Lyricist : Robiul Islam Jibon
Music : Arafat Mohsin
Mix and Master : Arafat Kirty
Director : Raihan Rafi
DOP : Tashin Rahman
Production Design : Shihab Nurun Nabi
Label : Chorki And SVF
Ashbe Amar Din Lyrics In Bengali :
আজকে আমার পকেট ফাঁকা
কালকে হবে অনেক টাকা,
আরে জীবন চলে ঝাকা-নাকা
ঘুরে যাবে ভাগ্য চাকা।
হে পাঙ্খা হয়ে ঘুরবো আমি সারা শহরে
সাহেবরা করবে সালাম রাখবে নজরে,
থাকবে না আর দুঃখ জ্বালা
মুক্ত স্বাধীন সারাবেলা,
বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন।
দুব-চিকি-চিকি-দুব, দুব-চিকি-চিকি-দুব,
জানি আসবে আমার দিন
হবে সবকিছু রঙ্গীন,
খুশিতে নাচবে আসমান জমিন।
জানি আসবে আমার দিন
হবে সবকিছু রঙ্গীন,
খুশিতে নাচবে আসমান জমিন,
আসবে দিন।
পত্রিকার প্রথম পাতায় আমার ছবি আসবে
যেখানে যাবো সেই এলাকাটা হাসবে,
প্রয়োজনে ঝড়ের বেগে আসবো আমি ছুটে
মানুষের ভালোবাসা থাকবে হাতের মুঠে।
থাকবেনা আর দুঃখ জ্বালা
মুক্ত স্বাধীন সারাবেলা,
বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন।
দুব-চিকি-চিকি-দুব, দুব-চিকি-চিকি-দুব,
জানি আসবে আমার দিন
হবে সবকিছু রঙীন,
খুশিতে নাচবে আসমান জমিন।
জানি আসবে আমার দিন
হবে সবকিছু রঙ্গীন,
খুশিতে নাচবে আসমান জমিন,
আসবে দিন।
“Ashbe Amar Din” Video
Ashbe Amar Din Lyrics In English :
Aajke amar pocket faka
Kalke hobe onek taka
Aare jibon chole jhaka naka
Ghure jaabe bhagger chaka
Hey pankha hoye ghurbo ami sara shohore
Sahebra korbe salam rakhbe nojore
Thakbe na aar dukkho jwala
Mukto swadhin sarabela
Buk pocket e niye choli shopno simahin
Jani ashbe amar din
Hobe sobkichu rangeen
Khushite nachbe asman jomin
Asbe din
Potrikar prothom patay amar chobi ashbe
Jekhane jabo sei elakata hasbe
Proyojone jhorer bege ashbo ami chutey
Manusher valobasha thakbe haater muthey
Details about Ashbe Amar Din song in bengali font : রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত তুফান বাংলা সিনেমার গান “আসবে আমার দিন” গানটি গেয়েছেন রেহান রাসুল। গানটির সুর দিয়েছেন আরাফাত মহসিন এবং জানি আসবে আমার দিন গানের লিরিক্স লিখেছেন রবিউল ইসলাম জীবন।