কোথায় আমার সবুজ সকাল
হলুদ বিকেল জোনাক ঝিঁঝিঁ।
কোথায় আমার সবুজ সকাল
হলুদ বিকেল জোনাক ঝিঁঝিঁ,
কোথায় আমার মাটির বাড়ি
নদীর খেয়া করিম মাঝি।
আমি চাইনা শহর ইটের সারি, নিয়ন রাতে,
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে।।
কোথায় তুমি, কোথায় আমি
মুখের ভিড়ে ভীষণ একা।
কোথায় তুমি, কোথায় আমি
মুখের ভিড়ে ভীষণ একা,
মুখোশ ঢাকি হাসির ফাঁকে
পথের বাঁকেই যখন দেখা।
আমি চাইনা দুপুর সন্ধ্যেবেলা, বারান্দাতে,
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে।।
কোথায় পাখি উদাস বাউল
গরুর গাড়ি লাঙ্গল চাষী।
কোথায় পাখি উদাস বাউল
গরুর গাড়ি লাঙ্গল চাষী,
পাগল হাওয়া বাদল দিনে
দূরের মাঠে রাখাল বাঁশি।
আমি চাইনা ক্যাফে বিশ্ব দেখার যন্ত্রণাতে
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে।
কোথায় আমার সবুজ সকাল
হলুদ বিকেল জোনাক ঝিঁঝিঁ,
কোথায় আমার মাটির বাড়ি
নদীর খেয়া করিম মাঝি।
আমি চাইনা শহর ইটের সারি, নিয়ন রাতে,
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে
আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে।।
অরণ্য চাই লিরিক্স – সুপ্রতীক দাস :
Kothay amar sobuj sokal
Holud bikel jonak jhijhi
Kothay amar matir bari
Nodir kheya korim majhi
Ami chaina shohor iter sari niyon raate
Ami chai Aranya, Aranya dao amar haate
Kothay tumi kothay ami
Mukher bhire vishon eka
Mukhosh dhaki haasir fanke
Pother banke jokhon dekha
Ami chaina dupur sondhye bela barandate
Ami chai Oranya, Oranya dao amar haate
Kothay pakhi udas baul
Gorur gari langol chasi
Pagol hawa badol dine
Durer mathey rakhal banshi
Ami chaina cafe bishwo dekar jontronate
Ami chai Aranya, Aranya dao amar haate