Aponbhola Lyrics by Rishi Panda :
Aponbhola Song Is Sung by Rishi Panda. Music Composed by And Song Lyrics In Bengali Written by Rishi Panda.
Song : Aponbhola
Music & Lyrics : Rishi Panda
Illustration & Animation : Rishi Panda
Aponbhola Song Lyrics In Bengali :
লাল মাটির চাদর ছেড়ে
মন আকাশে উড়ল তুলির রং,
ধরে রাখা যায় না কেন?
পাখা মেলে গুনি সাতকাহন।
সাধারণ এ জীবন আমার
ভাত কাপড়েই আমার দিন যাপন।
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা রা তা তা রা তা তা
কখন আকাশ সবুজ হলো
ওই দেখা যায় রঙিন মাছের ভিড়,
জলের নিচে বাতাস চলে
সাঁতার কেটে ঘুরছে দল পাখির।
আমি আকাশ কুসুম ভাবি শুধু
কল্পনাতেই আমার বিচরণ।
তা রা রা তা তা রা রা রা
তা তা রা রা রা রা তা
রা রা তা রা রা তা রা
আমার ভাবের সাধু আজান পড়ে
মনের দুঃখ জুড়ায়,
এথায় সবাই সবার বন্ধু
সবার মানুষ পরিচয়।
এই জগতে নেইকো পিছুটান
শুধুই মনের মত গল্প বুনে,
জিরোয় আমার প্রাণ।
যতই সবাই আটকে ধরুক
একলা পথেই যাবো অনেকদূর,
আমি একলা ভালো থাকতে শিখি
একার গানে একাই ধরি সুর।
আমি আপনভোলা মানুষ কোন
ঘোরপ্যাঁচে তাই নেইকো আমার মন।
তা রা রা তা তা রা রা রা
তা তা রা রা রা রা
রা রা তা রা রা তা রা
আপনভোলা লিরিক্স – ঋষি পণ্ডা :
Laal matir chador chere
Mon akashe urlo tulir rong
Dhore rakha jaay na keno
Pakha mele guni saatkahon
Sadharon e jibon amar
Bhaat kaporei amar din japon
Kokhon akash sobuj holo
Oi dekha jaay rongeen macher bhir
Joler niche batas chole
Satar kete ghurche dol pakhir
Ami akash kusum vabi shudhu
Kolponatei amar bichoron
Bengali Lyrics,
Rishi Panda