অন্তবিহীন,
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।
পোড়া মন পাগল হলো,
কি করে যে সব কিছু ভোলো হো ?
পোড়া মন পাগল হলো হো ,
কি করে যে সব কিছু ভোলো হো?
বাঁধন সবিই এতো হেলায় খোলো,
আমায় করো রঙ-হীন।
অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।
কুয়াশা কুয়াশা ভরা আশা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
কুয়াশা কুয়াশা ভরা আশা হা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
জীবন মরণ মিলে মিশে গেছে,
কিছু তো নাই রঙীন।
অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।
অন্তবিহীন কাটে না আর যেন লিরিক্স – লতা মঙ্গেশকর :
Antabihin
Kate Na Aar Jeno biroher ei din
Tumi na ashile valo na bashile
Surheen taalheen kaalheen
Boro shunno shunno din
Pora mon pagol holo
Ki kore je sob kichu bholo
Badhon sobi eto helay kholo
Amay koro rong heen
Kuasha kuasha bhora asha
Boba hoye geche sob bhasha
Jibon moron mile mishe geche
Kichu toh nai rongeen
Antobihin
Kate Na Aar Jeno biroher ei din