Andho Kore Dao Lyrics (অন্ধ করে দাও) Debdeep Mukhopadhyay

0
223


উড়বো বলে ঝাঁপ দিয়েছি 

মরবো না কে জানে,

এই আমায় দেখে হঠাৎ এমন 

চমকে ওঠার মানে

সে তো সবাই জানে, 

সবাই জানে অঙ্ক কঠিন 

মিলবে না একটাও, 

সবাই জানে অঙ্ক কঠিন 

মিলবে না একটাও, 

আমার তোমায় দেখে 

আশ মেটে না,

কোথায় যাবে যাও,

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

আমার দৃষ্টি কেড়ে নাও গো 

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

তুমি তো সব দাও গো আমায়

অন্ধ করে দাও। 

মন ভেঙে দাও, মন ভেঙে দাও 

পাহাড় থেকে ঠেলে,

আমি খুন-খারাবি চাই না এমন 

এমন মনখারাপে পেলে,

কেমন বেয়াক্কেলে,

বেয়াক্কেলের শুনলে কথা 

জ্বলবে তোমার গা ও,

বেয়াক্কেলের বড্ড জ্বালায় 

আর একটা গান গাও,

আমি জ্বলবো তবু ছাই হবো না 

সেই বাঁশি বাজাও,

আমায় পাগল করে দাও 

এবার পাগল করে দাও, 

ওই উড়ন্ত সব নেশার মতো 

পাগল করে দাও,

আমায় অন্ধ করে দাও,

আমায় অন্ধ করে দাও,

ওগো তুমি তো সব দাও গো আমায়

অন্ধ করে দাও,

আমার দৃষ্টি কেড়ে নাও

আমায় অন্ধ করে দাও,

ওগো তুমি তো সব দাও গো আমায়

অন্ধ করে দাও,

আমায় পাগল করে দাও 

আমায় পাগল করে দাও,

ওগো তুমি তো সব দাও গো আমায় 

পাগল করে দাও। 

প্রায় লক্ষ্য বছর ঘুম আসেনি 

জল জোটেনি ঠোঁটে,

তুমি আমার পেটে মারলে লাথি 

রাগ হবে না মটে,

আমি ফুল ফোটাবো,

এবারে ফুল ফোটাবো না হূল ফোটাবো 

কোনটা তুমি চাও?

ফুল ফোটাবো না হূল ফোটাবো 

কোনটা তুমি চাও?

খেলাতে বারণ চোখের পলক ফেলা 

চোখের জল আটকাও,

আমায় ধ্বংস করে দাও 

এবার ধ্বংস করে দাও 

ওগো তুমি তো সব দাও গো আমায় 

ধ্বংস করে দাও,

Read Also:  Durga Tumi Themo Na Lyrics (দুর্গা তুমি থেমো না)

আমায় পাগল করে দাও 

আমায় পাগল করে দাও,

উড়ন্ত সব নেশার মতো 

পাগল করে দাও,

অন্ধ করে দাও,

আমার দৃষ্টি কেড়ে নাও

ওগো তুমি তো সব দাও গো আমায় 

অন্ধ করে দাও। 

অন্ধ করে দাও লিরিক্স – দেবদীপ মুখোপাধ্যায় :

Urbo bole jhap diyechi

Morbo na ke jaane

Ei amay dekhe hotath emon

Chomke othar maane

Se toh sobai jaane

Sobai jane onko kothin

milbe na ektao

Amar tomay dekhe

Aash mete na

Kothao jabe jao

Amay ondho kore dao

Amar drishti kere nao go

Tumi toh dao go amay

Pagol kore dao