হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা
লুটিয়ে পড়ে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা
লুটিয়ে পড়ে,
লুটিয়ে পড়ে বাউলের অতলে ..
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে।।
অনাগত তোমার নাম হবে তুমি
অন্য নাম আমি,
এক বিন্দুতে দাঁড়িয়ে।
জেনে যাবে তোমার পিছন শূন্য
সামনে শূন্য সবখানে থাকি হারিয়ে।
এখনো আকাশ বাতাস শস্য মাটি
তোমার আসার কথা বলে,
এখনো আকাশ বাতাস শস্য মাটি
তোমার আসার কথা বলে,
এ অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে।।
অনাগত ঝমঝম ঘর কোনো সন্ধ্যায়,
কোনো সন্ধ্যায়,
তোমার আমার ঠিক দেখা হবে
যেখানে যাত্রা শেষ করি
শুরু করি শেষ করি,
গন্তব্য শেষ করি তবে।
এখনো তোমার অতীত বর্তমান
তোমার আসার কথা বলে,
এখনো তোমার অতীত বর্তমান
তোমার আসার কথা বলে,
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা
লুটিয়ে পড়ে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা
লুটিয়ে পড়ে,
লুটিয়ে পড়ে বাউলের অতলে..
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে।।
অনাগত লিরিক্স – তানজির তুহিন ও প্রিন্স মাহমুদ :
Hey anagoto tomar olokhe theke
Akash kotha bole
Anilesh sporshe tomar meghmala
Luiye pore
Lutiye pore baul er otole
Onagoto tomar naam hobe tumi
Onno naam ami
Ek bindute dariye
Jene jabe tomar pichon shunno
Samne shunno sobkhane thaki hariye
Ekhono akash batas shoshho maati
Tomar ashar kotha bole
অনাগত গানটি গেয়েছেন তানজির তুহিন এবং গানটি টিউন করেছেন প্রিন্স মাহমুদ। অনাগত গানের লিরিক্স লিখেছেন স্যামুয়েল হক।