Amra Korbo Joy Lyrics bengali song is sung by Bhupen Hazarika and chorus. The bengali song is inspired by the song We Shall Overcome and originally sung by Joan Baez. Version 2 in bengali sung by Somobeto musical band. Same song is sung by Kumar Sanu, Usha Uthup, Aneek Dhar, Debojit Saha, Nachiketa Chakraborty, Raghab Chaterjee, Raj Burman and many various artists in their own way. Amra Korbo Joy Lyrics in bengali written by Hemango Biswas and Shibdas Bandyopadhyay. We Shall Overcome Lyrics written by Charles Albert Tindley.
Amra Korbo Joy Song Information :
Song Name : Amra Korbo Joy
Singer : Bhupen Hazarika and Chorus
Lyricist : Hemanga Biswas and Shibdas Bandyopadhyay
Song Name : We Shall Overcome
Singer : Joan Baez
Lyricist : Charles Albert Tindley
Amra Korbo Joy Lyrics In Bengali :
Version 1 :
আমরা করবো জয়
আমরা-করবো জয়,
আমরা করবো জয় নিশ্চয়
আহা বুকের গভীর, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।
আমাদের নেই ভয়
আমাদের-নেই ভয়,
আমাদের নেই ভয় আজ আর,
আহা বুকের গভীর, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।
আমরা নই একা
আমরা-নই একা,
আমরা নই একা আজ আর,
আহা বুকের গভীর, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।
সত্য যে সাথী, সত্য যে সাথী,
সত্য যে সাথী মোদের,
আছে মুক্তি নুতন বক্ষ পাতি,
সত্য যে মোদের সাথী।
আমরা করবো জয়
আমরা করবো জয়,
আমরা-করবো জয় নিশ্চয়
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়।
Version 2 :
আমরা করবো জয়
আমরা-করবো জয়,
আমরা করবো জয় একদিন
আহা বুকের গভিরে আছে প্রত্যয়,
আমরা করবো জয় একদিন।
একদিন সূর্যের ভোর
একদিন-স্বপ্নের ভোর,
একদিন সত্যের ভোর আসবে,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
সত্যের ভোর আসবে একদিন।
পৃথিবীর মাটি হবে মধুময়
বাতাস হবে মধুময়,
আকাশ হবে মধুময় একদিন,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
আকাশ হবে মধুময় একদিন।
আর নয় ধ্বংশের গান
জনতার ঐকতান,
সৃষ্টির সুরে হবে গান একদিন,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
সৃষ্টির সুরে হবে গান একদিন।
আমরা মানি নাকো বাধা-বন্ধন
হাতে বাধি রাখি বন্ধন,
সাম্যের সত্যের জয় একদিন,
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস,
সাম্যের সত্যের জয় একদিন।
আমরা করব জয়
আমরা করব জয়,
আমরা-করব জয় একদিন
আহা বুকের গভিরে আছে প্রত্যয়,
আমরা করব জয় একদিন।
Amra Korbo Joy Song Video :
Amra Korbo Joy Lyrics In English :
Aamra korbo joy
Amra korbo joy nishchoy
Aha buker gobhire ache prottoy
Amader nei bhoy
Amader nei bhoy aaj aar
Aha buker gobhire ache prottoy
Amra noi eka
Amra noi eka aaj aar
Aha buker gobhire ache prottoy
Sottyo je sathi moder
Ache mukti notun bokkho paati
Sotto je moder sathi
We Shall Overcome Lyrics In English :
We shall overcome
we-shall overcome
We shall overcome someday
Oh deep in my heart
I do believe
We shall overcome someday
We’ll walk hand in hand
we’ll-walk hand in hand
We’ll walk hand in hand someday
Oh deep in my heart,
I do believe
We shall overcome someday
We shall live in peace
we-shall live in peace
We shall live in peace someday
Oh deep in my heart,
I do believe
We shall overcome someday
We shall brothers be
we-shall brothers be
We shall brothers be someday
Oh deep in my heart,
I do believe
We shall overcome someday
The truth shall make us free
the-truth shall make us free
The truth shall make us free someday
Oh deep in my heart,
I do believe
We shall overcome someday
We are not afraid
we-are not afraid
We are not afraid today
Oh deep in my heart,
I do believe
That we shall overcome someday
আমরা করবো জয় লিখেছেন হেমাঙ্গ বিশ্বাস ও শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং গানটি গেয়েছেন ভূপেন হাজারিকা। উই শ্যাল ওভারকাম গানের লিরিক্স লিখেছেন চার্লস আলবার্ট টিন্ডলী।