আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা,
শুধু যা জেনেছি সেটুক হলো এই,
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই,
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা।।
যদি তোর ও মন্দিরের দ্বারে
তোমার লাগি কাঁদি অঝর ধারে,
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়
সেই সে অশ্রুতেই,
তবু আমার কাছে আসবি নে তোর
এমন সাধ্য নেই,
ও মা তোর এমন সাধ্য নেই,
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা।।
জানি আমার অনেক আছে দোষ
তবু মাগো তোমায় ভালোবাসি,
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই
তোমারই ওই ভুবনমোহন হাসি।
আমি যা করি মা, সবই তোমার কাজ
আমার আমার বলতে লাগে লাজ,
যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরনতলাতে
তবে চিরজীবন রইবি দূরে এমন সাধ্য নেই,
ও মা তোর এমন সাধ্য নেই।
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা,
শুধু যা জেনেছি সেটুক হলো এই,
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই,
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা।।
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা লিরিক্স – শ্যামাসংগীত :
Ami montro tontro kichui jani ne maa
Shudhu ja jenechi setuk holo ei
Tore dakar moto dakte jodi pari
Tobe asbi ne tor emon saddho nei
Jodi tor o mondirer dware
Tomar laagi kandi ojhor dhare
Jodi noyon hote lupto bhubon hoy
Sei se ashrutei
Jani amar onek ache dosh
Tobu maa go tomay bhalobashi
Ami noyon mudeo dekhte sodai pai
Tomari oi bhubonmohon hasi
Ami ja kori maa sobi tomar kaaj
Amar amar bolte lage laaj
Jodi sokol chere thai cheyechi chorontolate
Tobe chirojibon roibi dure emon saddho nei