Ami Ki Jani Lyrics by Rishi Panda :
Ami Ki Jani Song Cast : Binoy And Sreetama Baidya
Song : Ami Ki Jani
Vocal, Music & Lyrics : Rishi Panda
Directed by : Sayan Sinha Roy
Dop : Devarchita Das
Assistant : Akash
Post production : Studio Dream
Makeup : Arnab
Ami Ki Jani Song Lyrics In Bengali :
তুমি আমি মিলে চলো
মিষ্টি গল্প লিখি,
পাশে থেকে চুপচাপ
কথা বলা শিখি,
রাতপরীরা নামে শুধু
তুমি হেসে দিলে,
মন্দ হয় না তোমার পাশে
আমায় সাথে নিলে।
আমি কি জানি
যায় কোথায় এ জীবন,
আমি কি জানি
সব হারালাম কখন।
তুমি ছাড়া সন্ধে নামে না
বিনা মেঘে বৃষ্টি আসে না।
আমার সামনে আসো যখন
কোথায় যে হারাই,
না বলা ব্যথা, জমানো কথা
শোনাই যে তোমায়।।
অন্ধকারে চাঁদের আলোয়
হালকা গানের সুরে,
আলতো করে তাল মেলাবে
হাত দিয়ে নুপূরে,
সূর্য্য আলো করে যখন
নরম এ বিছানায়,
আসবে আরো কাছে তুমি
নতুন কোন বাহানায়।
আমি কি জানি
যায় কোথায় এ জীবন,
আমি কি জানি
সব হারালাম কখন।
তুমি ছাড়া পাখি ঘর ফেরে না
বন্দরে জাহাজ ভেড়ে না।
আমার সামনে আসো যখন
কোথায় যে হারাই,
না বলা ব্যথা, জমানো কথা
শোনাই যে তোমায়।।
আমি কি জানি লিরিক্স – ঋষি পন্ডা :
Tumi aami mile cholo
Misti golpo likhi
Pashe theke chupchap
Kotha bola shikhi
Raatpori ra naame sudhu
Tumi hese dile
Mondo hoy na tomar pashe
Amay sathe nile
Ami ki jaani
Jaay kothay e jibon
Ami ki jani
Sob haralam kokhon
Tumi chara sondhey naame na
Bina meghe brishti ashe na
Amar samne asho jokhon
Kothay je harai
Na bola beytha jomano kotha
Shonai je tomay
আমি কি জানি বাংলা রোমান্টিক গানটি গেয়েছেন, সুর দিয়েছেন এবং গানের লিরিক্স লিখেছেন ঋষি পন্ডা।
Rishi Panda,
Sreetama Baidya