Ami Bodley Jabo Lyrics by Ashes Band :
Ami Bodley Jabo Song Performed by Ashes Band from Antosharshunno Bengali Album. Song Lyrics In Bengali Written by Zunayed Evan.
Song : Ami Bodley Jabo
Band Name : Ashes Band
Album : Antosharshunno
Lyrics and Tune by : Zunayed Evan
Mixed and Mastered by : Sultan Rafsan Khan
Event Partner : Musings Communication
Social Story Telling Partner : KrayonMag
Sponsored By : ‘You’ Clothing Brand
Ami Bodley Jabo Song Lyrics In Bengali :
ফেলে আসা মানুষ
ফেলে আসা ছাতা দোকানে,
জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া।
এক পোড় খাওয়া মন
হিসেবের খাতা শূন্য,
যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ।
যদি এটা হতো তবে সেটা হবে ভেবে,
কত কী স্বপ্নে বিভোর।
আমি লাটিম ঘোরানোর বয়সে
ঘুরিয়েছি আমায়,
আমি ঘুড়ি ওড়ানোর বয়সে
উড়িয়েছি আমায়।
আমি বদলে যাবো বদলে যাবো
আমার কাছ থেকে,
আমি বদলে যাবো বদলে যাবো
আজকের পর থেকে।।
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে,
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে,
বলছে সবাই তোমাকে দিয়ে কিছু হবে না
পারবে না তুমি কোনোদিন আর দাঁড়াতে
নিজের পায়ে।
আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে,
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে।
আজ হবে আগামীকাল
কাল হবে পরশু,
শুধু থেকে যাবে ভাললাগা,
ভালবাসা চিরকাল।
আমি বদলে যাবো বদলে যাবো
আমার কাছ থেকে,
আমি বদলে যাবো বদলে যাবো
আজকের পর থেকে।।
আমি বদলে যাব লিরিক্স – এশেজ ব্যান্ড :
Fele asha manush
Fele asha chata dokane
Jiboner daam dite giye sob deuliya
Ek por khaowa mon
Hiseber khata shunno
Jeta chilona seta na paowar akkhep
Jodi eta hoto tobe seta hobe vebe
Koto ki shopne bibhor
Ami latim ghoranoy boyose
Ghuriyechi amay
Ami ghuri oranor boyose
Uriyechi amay
Ami bodle jabo bodle jabo
Amar kach theke
Ami bodley jabo bodley jabo
Aajker por theke
Ashes Band,
Bangla Band,
Bengali Lyrics