Aloker Kunjobone Lyrics (আলোকের কুঞ্জবনে) Nishita Barua

0
59


Aloker Kunjobone Lyrics by Nishita Barua :

Aloker Kunjobone Lyrics Written by Jahirul Islam Badal And Sung by Nishita Barua. Music Composed by Real Ashique. Music Coordinator Hridoy Saikat And Nizamuddin Khan Zahin.

Song : Aloker Kunjobone 

Singer : Nishita Barua 

Lyrics : Jahirul Islam Badal 

Music Composer: Real Ashique

Tune Composer : Hridoy Saikat 

Chief Coordinator : Dr. Md Harunur Rashid

DoP : Joseph

Editor : Shahdat Hossain

Production : Md. Alamgir, Khokon- BFDC

Produced by : Urvashi Forum

Aloker Kunjobone Song Lyrics In Bengali :

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে,

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে,

হাজার তারা বলে কথা

তোমাকে কাছে পেয়ে ..

মধুময় হলো তাই যামিনী

মধুময় হলো তাই যামিনী।

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে।। 

রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে

চুপিসারে কথা কয় গোপনে গোপনে,

রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে

চুপিসারে কথা কয় গোপনে গোপনে,

মাধবীলতা দেখো, ঢলে যায় পিয়ালে

অভিসারে মেতে রয় সুজনে দু’জনে।

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে।। 

জোনাকীরা আলো জ্বেলে 

তোমাকে যায় ডেকে,

জোনাকীরা আলো জ্বেলে 

তোমাকে যায় ডেকে,

গোলাপ পাঁপড়ি মেলে ভ্রমরের গুঞ্জনে। 

কাজল আঁধার নীড়ে

দীপ নেভা রাত ঘিরে,

বসে জাগি আমি একা 

তুমি যেন এলে ফিরে। 

কাজল আঁধার নীড়ে

দীপ নেভা রাত ঘিরে,

বসে জাগি আমি একা 

তুমি যেন এলে ফিরে,

প্রিয়জনে হবে মেলা বিজনে নির্জনে

অভিসারে মেতে যেন কূজনে-কূজনে।

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে,

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে,

হাজার তারা বলে কথা

তোমাকে কাছে পেয়ে ..

মধুময় হলো তাই যামিনী

মধুময় হলো তাই যামিনী।

তুমি যেন আজ ফুটলে হেসে 

আলোকের কুঞ্জবনে।। 

আলোকের কুঞ্জবনে লিরিক্স – নিশীতা বড়ুয়া :

Tumi jeno aaj futle hese

Read Also:  Durga Tumi Themo Na Lyrics (দুর্গা তুমি থেমো না)

Aaloker kunjobone

Hajar tara bole kotha

TOmake kache peye

Modhumoy holo tai jamini

Raater prio hase duchokher shopone

Chupisare kotha koy gopone gopone

Madhobilota dekho dhole jaay piale

Obhisare mete roy sujone dujone

Jonakira aalo jwele

Tomake jaay deke

Golap papri mele bhromorer gunjone

Kajol andhar nire

Deep nebha raat ghire

Bose jagi ami eka

Tumi jeno ele phire

Bengali Lyrics,
Nishita Barua