Allah Aamar Lyrics from Shesh Theke Shuru :
Allah Aamar Song Is Sung by Arko from Shesh Theke Shuru Bengali Movie. Starring: Jeet, Koel Mallick And Ritabhari Chakraborty. Music composed by Arko And O Allah Amar Bengali Song Lyrics written by Pranjol. Music Mix And Master by Aditya Dev.
Movie : Shesh Theke Shuru
Song : Allah Aamar
Singer : Arko
Music : Arko
Lyrics : Pranjol
Director : Raj Chakraborty
DOP : Manas Ganguly
Label : Grassroot Entertainment
Allah Aamar Song Lyrics In Bengali :
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।
ঘরে ফিরবেই একদিন নদী
প্রেম বুঝলে সে খুঁজবে দরদী,
দাওনা তাকে ফিরিয়ে একটি বার।
জানি আকাশ পাইনা ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি,
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার।
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে।
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।
মেঘলা, দিনে আকাশ জুড়ে দাবি
মন রে, সামলে তাকাস পুড়ে যাবি।
না পুড়লে কিসের ভালোবাসা
ভাঙে মন, তবু ভাঙেনা যে আশা
সে ছাড়া আর কেউ নেই যে আমার।
জানি আকাশ পায়না ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি,
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার।
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
হ্যাঁ বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।
ও আল্লাহ আমার লিরিক্স :
O Allah Amar Koto korechi je Arji
Bujhina tomar ki je Marji
Din bhalobasa, Ogo daona firiye
Bolo take chara, Banchbo ki niye
Ghore phirbei ekdin nodi
Prem bujhle se khujbe dorodi
Daona take firiye Ektibar
Jani akash payna chute maati
Tobu mon toh manena tai haati
Jodi pother dhare peye jai dekha taar