Akash Pradip Jole Lyrics by Lata Mangeshkar :
Akash Pradip Jole Song Is Sung by Lata Mangeshkar. Music Composed by Satinath Mukherjee And Akash Pradeep Jwale Lyrics In Bengali Written by Pabitra Mitra. Akash Pradip Jwale Cover Version Song Is Sung by Liza.
Song : Akash Pradip Jole
Singer : Lata Mangeshkar
Music : Satinath Mukherjee
Lyrics : Pabitra Mitra
Music On : Saregama Bengali
Cover Credits :
Music Rearrangement : Partha Barua
Production : 49Blue
Agency : Creato
Label : Seylon Tea
Akash Pradip Jole Song Lyrics In Bengali :
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে,
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী,
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী,
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
আকাশ প্রদীপ জ্বলে লিরিক্স – লতা মঙ্গেশকর :
Akash pradeep jole
Durer tarar pane cheye
Amar Nayan duti
Sudhui tomare chahe
Bethar badole jay cheye
Akash pradip jwole
Durer tarar pane cheye
Boye chole andhi ar raatri
Ami choli dishaheen jatri
Dur ojanar pare
Akul ashar kheya beye
Koto kal aar koto kal
Ei poth chola ogo cholbe
Koto raat ei hiya
Akash pradip hoye jwalbe
Kono raate mone ki go porbe
Betha hoye ankhi jol jhorbe
Batas akul hobe
Tomar nishwashtuku peye
Bengali Lyrics,
Lata Mangeshkar