Akash Chhnuye Asi Lyrics (আকাশ ছুঁয়ে আসি) Mekhla Dasgupta

0
41


চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো দেখি ঘাসের ঠোঁটে

শিশির কণার হাসি,

চলো দেখি ঘাসের ঠোঁটে

শিশির কণার হাসি,

চলো আবার, 

নতুন করে বলি ভালোবাসি,

চলো আবার 

নতুন করে বলি ভালোবাসি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি।। 

এই বদ্ধ জীবন, স্তব্ধ সময়

আর ভালো লাগে না,

স্বপ্ন দেখার ইচ্ছে গুলো

আর মনে জাগে না ..

এই বদ্ধ জীবন, স্তব্ধ সময়

আর ভালো লাগে না,

স্বপ্ন দেখার ইচ্ছে গুলো

আর মনে জাগে না। 

হৃদয় কে ছোঁয় না হৃদয়

থেকেও পাশাপাশি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি।। 

সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে

লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে,

সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে

লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে। 

সেই আগের মতো আছে তাড়া

আর তুমি বলো না,

আমায় আরও কাছে পেতে

করো না ছলনা। 

সেই আগের মতো আছে তাড়া

আর তুমি বলো না,

আমায় আরও কাছে পেতে

করোনা ছলনা। 

বলো না তুমি আমায় 

গল্প রাশি রাশি ..

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো দেখি ঘাসের ঠোঁঠে

শিশির কণার হাসি,

চলো আবার, 

নতুন করে বলি ভালোবাসি,

চলো আবার, 

নতুন করে বলি ভালোবাসি।। 

Akash Chhnuye Asi Lyrics In English :

Cholo jai akash chuye ashi

Cholo jai megher sathe bhasi

CHolo dekhi ghaser thote

Shishir konar haasi

Cholo abar notun kore valobashi

Ei boddho jibon stobdho somoy

Aar bhalo laage na

Shopn dekhar icche gulo

Aar mone jaage na

Hridoy ke choye na hridoy

Read Also:  Tomar Akashey Lyrics (তোমার আকাশে) Shontaan | Vishal Mishra

Thekeo pashapashi

Cholo jai akash chnuye ashi

Sei rode pora bristi veja obhimani mone

Laage na aar khushir dola dekhar shihorone

Sei ager moto ache tara

Aar tumi bolo na

Amar aaro kache pete

Korona cholona

Bolona tumi amar golpo rashi rashi

Cholo jai akash chhnuye ashi