চলিতে চরণ চলেনা…
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?
গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?
গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
মাথায় চুল পাকিতেছে
মুখের দাঁত নড়িগেছে,
চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই।
মাথায় চুল পাকিতেছে
মুখের দাঁত নড়িগেছে,
চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই।
মন চলেনা রং-তামাশায়
আলস্য এসেছে যে হায়,
মন চলেনা রং-তামাশায়
আলস্য এসেছে যে হায়,
কথা বলতে ভুল করে যায়
কথা বলতে ভুল করে যায় মধ্যে-মধ্যে আটক হই,
আগের বাহাদুরি এখন গেলো কই?
গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
কমিতেছি তিলেতিলে
ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল বিফলে
এখন সেই ভাবনায় রই।
কমিতেছি তিলেতিলে
ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল বিফলে
এখন সেই ভাবনায় রই।
আগের মত খাওয়া যায়না
বেশি খাইলে হজম হয়না,
আগের মত খাওয়া যায়না
বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না
আগের মত কথা কয়না নাচেনা রঙ্গের বারই
আগের বাহাদুরি এখন গেলো কই?
গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
ছেলেবেলা ভালো ছিলাম
বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম
তাইতো জবাবদিহি হই।
ছেলেবেলা ভালো ছিলাম
বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম
তাইতো জবাবদিহি হই।
যা হবার তা হয়ে গেছে
আব্দুল করিম ভাবিতেছে,
যা হবার তা হয়ে গেছে
আব্দুল করিম ভাবিতেছে,
এমন একদিন সামনে আসে
এমন একদিন সামনে আসে,
একেবারে করবে সই,
আগের বাহাদুরি এখন গেল কই?
গেল কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?
গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই লিরিক্স – শাহ আবদুল করিম :
Cholite choron cholena
dine dine obosh hoi
Ager bahaduri ekhon gelo koi
Gelo koi?
Aager bahaduri ekhon gelo koi
Mathay chul pakiteche
Mukher daat norigeche
Chokher jyoti komeche
Mone bhabi choshma loi
Mon cholena rong tamashay
Aalosshyo eseche haay
Kotha bolte bhule kore jay
Moddhe moddhe atok hoi