Ador Lyrics by Anindya Chatterjee :
Abar Bochhor Koori Pore Bengali Movie Cast : Abir Chatterjee, Arpita Chatterjee, Tanushree Chakraborty, Rudranil Ghosh And Others.
Song : Ador
Movie Name : Abar Bochhor Koori Pore
vocal & Lyrics : Anindya Chatterjee
Music : Ranajoy Bhattacharjee
Mixing and Mastering : Anirban Ganguly
Director : Srimanta Senguptta
Presented by : Pramod films and PSS Entertainments
Produced by : Prateek Chakravorty, Soumyya Sarkr
& Animesh Ganguly
Story & Screenplay : Srimanta Senguptta &
Monali Sen Choudhury
Label : Innovative Music
Ador Song Lyrics In Bengali :
যে চোখে রাখলি চোখ
পাখিরা আলোর মিছিল,
বেচারা রোজ মরে যায় চুপিসারে
যে ছুঁলো গোপনীয় তিল।
এ বুকে রাখলি চিবুক
মায়াবী নরম পাথর,
আদুরী একফালি চুল চুপিসারে
অযথা স্পর্শকাতর।
যেখানে ডুব সাঁতারে
খুব ছুঁয়েছি অবাক কোরাল,
যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন
সমান্তরাল।
আদর কি নাম দেবো তোর ?
আদর কি নাম দেবো তোর ?
আদর কি নাম দেবো তোর ?
সোনার পাখি আলতো আঁকি
এই নরম মন পালক,
মন পবনের নাও ভাসালো
কৃষ্ণসার হরিণ চোখ।
এই ফুলে এই ঘাসে
এই মেঘলা মধুমাসে যদি আসে,
যদি ভাসে তোমারই জাহাজ।
যেখানে ডুব সাঁতারে
খুব ছুঁয়েছি অবাক কোরাল,
যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন
সমান্তরাল।
আদর কি নাম দেবো তোর?
আদর কি নাম দেবো তোর?
আদর কি নাম দেব তোর ?
আদর লিরিক্স – অনিন্দ্য চ্যাটার্জী :
Je chokhe rakhli chokh
Pakhira aalor michil
Bechara rooj more jaay chupisare
Je chulo goponiyo til
E buke rakhli chibuk
Mayabi norom pathor
Aduri ekfali chul chupisare
Ojotha sporsho kator
Jekhane doob satare
Khub chuyechi obak coral
Jekhane moner vetor ghumiye dujon
Somantoral
Ador ki naam debo tor
Ador ki nam debo tor
আদর গানটি গেয়েছেন অনিন্দ্য চ্যাটার্জী। গানটি হল আবার বছর কুড়ি পরে মুভির গান। আদর কি নাম দেবো তোর গানের লিরিক্স লিখেছেন অনিন্দ্য চ্যাটার্জী।
Abar Bochhor Koori Pore,
Abir Biswas,
Anindya Chatterjee,
Arpita Pal,
Rudranil Ghosh,
Tanusree Chakraborty