নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও,
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও,
তটিনী চিনি চিনি
আপনভোলা তিনি,
আকাশের বাড়ি চিনে
পৌঁছাইয়া গেলো দিনে,
প্রেমে পড়িলো বুঝি পরাণ না মানিলো
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।
সাজাও বাসর …
সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আলপনা দাও ঘাসেরও গালিচায়,
আকাশে জোছনা জ্বলে
তারারও মালিকা দোলে,
নদীরও বুকে লাজে
জলের ছলাৎ ছলাৎ,
ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়,
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।
মিলন হইবে …
মিলন হইবে আজি কালবোশেখী’র রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে,
মিলন হইবে আজই কালবোশেখী’র রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে,
প্রেমিকা তন্বী নদী
বাঁকিয়া গেলো যদি,
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো,
দিগন্তে আকাশ আইস্যা নদীরে জড়াইলো
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও,
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।
আসমান নদী কথা লিরিক্স – তালপাতার সেপাই :
Namaiya aino chander ankshikhana priyo
Megher nupure barish aiika diyo
Totini chini chini Aponbhola tini
Akasher bari chine Pouchaiya gelo dine
Preme porilo bujhi poran na manilo
Sajao basor bondhu fulero anginay
Shishirer alpona dao gashero galichaay
Akashe jochna jwale Tararo malika dole
Nodiro buke laaje Joler cholat cholat
Firoza orna taare joraiya dio
Namiya aino chander ankshikhana prio