হে, আজকে শিবের চতুর্দশী
বুড়ো শিবের মেলা,
আমরা শিবের অংশ ধরি
করিস নাকো হেলা।
আজকে শিবের চতুর্দশী
বুড়ো শিবের মেলা,
আমরা শিবের অংশ ধরি
করিস নাকো হেলা।
বলনা রে ফেলা ..
ঘটি ঘটি জল যে ঢালি বুড়ো শিবের মাথায়
শিবের মতো স্বামী পাবো আছি অনেক আশায়।
তাই নাকি গো? হো হো হো..
তোদের মাথায় জল ঢাললে সর্দি হয়ে যাবে
ডাক্তার বাবু এসে তখন পয়সা গুলো খাবে,
ভাঙটা খেয়ে একটু পরে খেলবি আসল খেলা
তখন মোরা প্রাণ বাঁচাতে বলবো সবাই পালা।
আরে পালা সবাই পালা পালা, সবাই পালা
নন্দী ফিরিঙ্গি ক্ষেপে গেছে, পালা সবাই পালা।
আমরা যদি নন্দী ফিরিঙ্গি একটা কথা পুছি
তোমরা বলো কিসের দেবী, শুধুই খেঁদি-বুচি।
শিবের মাথায় ফুল চড়িয়ে পাবি শিবের বর
বলবে যে শিব ফিরিঙ্গি চ্যালের হাতটা চেপে ধর,
আমরা তখন হাত গোটাবো বুঝবি তখন ঠ্যালা
বুঝবি তখন ঠ্যালা, বুঝবি তখন ঠ্যালা।
আজকে শিবের চতুর্দশী
বুড়ো শিবের মেলা,
আমরা শিবের অংশ ধরি
করিস নাকো খেলা।
আজকে শিবের চতুর্দশী
বুড়ো শিবের মেলা,
আমরা শিবের অংশ ধরি
করিস নাকো হেলা।
এইতো ছিলি শিবের চ্যালা হোলি জগন্নাথ
একটু পরে ভাঙের নেশায় হবি কুপোকাত।
আরে এইতো ছিলি শিবের চ্যালা হোলি জগন্নাথ
একটু পরে ভাঙের নেশায় হবি কুপোকাত,
শিবের বাহন গড়িয়ে দিবি মারবে সবাই ঢ্যালা
তখন মোরা সবাই মিলে বলবো এবার পালা।
আরে পালা সবাই পালা পালা, সবাই পালা
নন্দী ফিরিঙ্গি ক্ষেপে গেছে, পালা সবাই পালা।
এ পালিয়ে গিয়ে লাভ হবেনা আসতে হবে ফিরে
আমরা হলাম শিবের চ্যালা এক একটা হীরে।
পালিয়ে গিয়ে লাভ হবেনা আসতে হবে ফিরে
আমরা হলাম শিবের চ্যালা এক একটা হীরে,
হীরে এসে পরিয়ে দেবে জুঁই ফুলেরই মালা
পরিয়ে দেবে মালা, পরিয়ে দেবে মালা।
হে, আজকে শিবের চতুর্দশী
বুড়ো শিবের মেলা,
আমরা শিবের অংশ ধরি
করিস নাকো হেলা ..
Aajke Shiber Chaturdashi Lyrics In English :
Aajke Shiber Chaturdashi
Buro shiber mela
Amra shiber ongsho dhori
Koris nako hela
Ghoti ghoti jol je dhali buri shiber mathay
Shiber moto swami pabo achi onek ashay
Toder mathay jol dhalle sordi hoye jabe
Daktar babu eshe tokhon poysa gulo khabe
Bhangta kheye ektu pore khelbi ashol khela
Tokhon mora praan banchate bolbo sobai pala
Are pala sobai pala pala sobai pala
Nandi firingi khepe geche pala sobai pala
Amra jodi nandi firingi ekta kotha puchi
Tomra bolo kiser debi shudhui khedi buchi
Shiber mathay phul choriye pabi shiber bor
Bolbe je shib firingi chyalar haatta chepe dhor
Amra tokhon haat gotabo bujhbi tokhon thyala
Aare eito chili shiber chyala holi jagannath
Ektupore bhanger neshay hobi kupokat
Shiber bahon goriye dibi marbe sobai dhyala
Tokhon mora sobai mile bolbo ebar pala
Paliye giye labh hobena ashte hobe phire
Amra holam shiber chyala ek ekta hire
Hire eshe poriye debe jui fuleri mala
Poriye debe mala
প্রসেনজিৎ চ্যাটার্জী, দেবশ্রী রায়, চিরঞ্জীত চক্রবর্তী ও রুপা গাঙ্গুলী অভিনীত অগ্নি তৃষ্ণা বাংলা সিনেমার গান আজকে শিবের চতুর্দশী গানটি গেয়েছেন অমিত কুমার ও অলকা ইয়াগনিক। গানটির সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী। আজকে শিবের চতুর্দশী গানের লিরিক্স লিখেছেন ভবেশ কুন্ডু।