Bornoporichoy Lyrics (বর্ণপরিচয়) Konttho | Anindya Chattopadhyay | Prashmita

0
215

Bornoporichoy Lyrics from Konttho :
Bornoporichoy Song Is Sung by Anindya Chattopadhyay And Prashmita Paul from Konttho Bengali Movie. Starring: Shiboprosad Mukherjee, Jaya Ahsan, Paoli Dam. Bornoporichoy Bengali Song Lyrics and music composed by Anindya Chattopadhyay. Music Arrangement, Guitar, and Harmonica by Prabuddha Banerjee.

Movie : Kontho – The sound of silence
Song : Bornoporichoy
Vocals : Anindya Chattopadhyay & Prashmita Paul
Lyrics & Composition : Anindya Chattopadhyay
Sound Programming : Srirup Chatterjee
Directed by : Nandita Roy & shiboprosad mukhopadhyay
DOP : Shubhankar Bhar
Label : WINDOWS

Bornoporichoy Song Lyrics In Bengali :
অ অজানা দ্বীপ কেউ ডাকছে,
আ আলোর টিপ ডাকবাক্সে।
এ এমন দিন শুরু পিকনিক,
ঐ আকাশে প্লেন রোদ ঝিকমিক।

ওই দেখো সূয্যি গেলো পাটে,
গান বাজে ময়দান রেমপার্টে
এই জীবনের সহজ পাঠে,
শব্দেরা আজ হোক ভালো বন্ধু।
কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়,
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়।

হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়
আরও বেশি যদি হয়, হলে হোক না।

ক কলেজ স্ট্রিট, ভেজা ট্রামে
খ খড়কুটো বৃষ্টি নামে।
গ গলির পথ, ভবঘুরে
ঘ ঘুড়ির গান গেলো উড়ে।

ঐ দেখো সূয্যি গেলো পাটে,
গান বাজে ময়দান কনসার্টে।
এই জীবনের সহজ পাঠে,
শব্দেরা আজ হোক ভালো বন্ধু।
কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়,
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়।
হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়
আরও বেশি যদি হয়, হলে হোক না।
অ অজানা দ্বীপ কেউ ডাকছে,
আ আলোর টিপ ডাকবাক্সে।

বর্ণপরিচয় লিরিক্স :
O Ojana deep keu daakche
Aa aalor tip dakbaskshe
E emon din suru picnic
Oi akashe plain rod jhikmik
Oi dekho sujji gelo paate
Gaan baaje moydaam ryampaate
Ei jiboner sohoj pathe
Shobdera aaj hok valo bondhu
Kotha urche kotha jurche
Khushi khuchror sonchoy
Kaar thote oshfute fotey bornoporichoy