Baundule Ghuri Lyrics (বাউন্ডুলে ঘুড়ি) Arijit Singh | Shreya Ghoshal

0
43


 

Baundule Ghuri Lyrics by Arijit Singh And Shreya Ghoshal :

Baundule Ghuri Lyrics Bengali Song Is Sung by Arijit Singh And Shreya Ghoshal from Dawshom Awbotaar Bengali Movie. Starring Prosenjit Chatterjee, Jisshu Sengupta, Anirban Bhattacharya, Jaya Ahsan And Others. Music Composed by And Ami Baundule Ghuri Lyrics In Bengali Written by Anupam Roy. Dawshom Awbotaar Bengali Movie Written And Directed by Srijit Mukherji.

Song : Baundule Ghuri
Film : Dawshom Awbotaar
Vocals : Arijit Singh & Shreya Ghoshal
Lyrics & Music : Anupam Roy
Arrangement & Programming : Shamik Chakravarty
Mixed & mastered by : Shomi Chatterjee
Directed by : Srijit Mukherji
DOP : Soumik Haldar
Cinematography : Soumik Haldar
Production companies : Jio Studio & SVF

Baundule Ghuri Song Video :



Baundule Ghuri Song Lyrics In Bengali :

একলা মনের রিক্সা চলে
দমকা প্রেমের গল্প বলে,
শুকনো পাতার সন্ধ্যেবেলার গান।
কোন হরিণের দুষ্টু ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়,
ভুল করেছি আর যাবো না
মিথ্যে মায়ায় চমকাবো না।

ভাল্লাগে অন্ধকার, হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই ..
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো,
তার আকাশেই উড়ি।

আমি বৃষ্টি ইলশে গুঁড়ি
মাথায় করে রাখলে আমায়,
খেলবো লুকোচুরি,
খেলবো লুকোচুরি।
হুম হুম হুম, হুম হুম হুম..

কত বছর ধরে আমার শূন্যস্থান
দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান,
জলের কাছে গিয়েও ফিরে আসি তাই
এই কুয়াশায় খুঁজছে কে আমায়,
এই কুয়াশায় খুঁজছে কে আমায়।

আমি একলা ক্লান্ত ঘুড়ি
যে আমাকে বুঝবে ভালো
তার আকাশেই উড়ি।

আমি অধরা মাধুরী,
তোমার ভাঙা স্বপ্ন গুলো
নিজের মনেই জুড়ি,
নিজের মনেই জুড়ি।

সবার চোখে যখন লেগে ঘুমের রেশ
আমার জেগে থাকার এই অভ্যেস,
ফিনিক্স পাখির ডানা আমাকে ভাবায়
প্রশ্নচিণ্হে আকাশটা সাজায়
প্রশ্নচিণ্হে আকাশটা সাজায়।

আমি নিরুদ্দেশের ঘুড়ি
যে আমাকে খুঁজবে ভালো,
তার আকাশেই উড়ি।

আমি ঝড়ের পূর্বসূরী
উপকূলের কাছে এসে,
কুড়াও স্মৃতির নুড়ি
কুড়াও স্মৃতির নুড়ি।

Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro

একলা মনের রিক্সা চলে
দমকা প্রেমের গল্প বলে,
শুকনো পাতার সন্ধ্যেবেলার গান।
কোন হরিণের দুষ্টু ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়,
ভুল করেছি আর যাবো না
মিথ্যে মায়ায় চমকাবো না।

ভাল্লাগে অন্ধকার, হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই ..
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো,
তার আকাশেই উড়ি।

আমি বৃষ্টি ইলশে গুঁড়ি
মাথায় করে রাখলে আমায়,
খেলবো লুকোচুরি,
খেলবো লুকোচুরি।
হুম হুম হুম, হুম হুম হুম..

বাউন্ডুলে ঘুড়ি লিরিক্স – অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল :
Ekla moner riksha chole
Domka premer golpo bole
Shukno patar sondheybelar gaan
Kon horiner dustu chayay
Khelna dokan daakche re aay
Bhul korechi aar jabona
Mitthey mayay chomkabo na

Vallage ondhokar haat dobai
Ek notun gondho taar pacchi tai
Ami Baundule Ghuri
Je amake basbe bhalo
Taar akashei uri

Ami brishti ilshe guri
Mathay kore rakhle amay
Khelbo lukochuri khelbo lukochuri

Koto bochor dhore amar shunnosthan
Dumre giyeo benche thakar bhaan
Joler kache giyeo phire ashi tai
Ei kuashay khujche ke amay

Ami ekla klanto ghuri
Je amake bujhbe bhalo
Tar akashei uri
Ami odhora madhuri
Tomar vanga shopno gulo
Nijer monei juri

Sobar chokhe jokhon lege ghumer resh
Amar jege thakar ei ovvesh
Phoenix pakhir dana amake vabay
Proshnochinhe akashta sajay

Ami niruddesher ghuri
Je amake khujbe valo
Taar akashei uri
Ami jhorer purbosuri
Upokuler kache eshe
Kurao smritir nuri

News About Dawshom Awbotaar Bengali Film Song Baundule Ghuri Lyrics Information In Bengali Font : সৃজিত মুখার্জি পরিচালিত দশম অবতার বাংলা সিনেমার গান বাউন্ডুলে ঘুড়ি গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। দশম অবতার বাংলা সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী, যীশু সেনগুপ্ত, অনির্বান ভট্টাচার্য, জয়া আহসান এবং প্রমুখ। আমি বাউন্ডুলে ঘুড়ি গানের লিরিক্স লিখেছেন অনুপম রায়।